Old 1000 Rupee Note Value – পুরনো বাতিল হওয়া 1000 টাকার নোট আপনাকে করে তুলতে পারে লাখপতি !কী ভাবে তা জেনে নেওয়া যাক ।

আমরা অনেকেই পুরোনো নোট শখে নিজেদের কাছে রেখে দিই,সেই শখের নোটই আপনাকে করে তুলতে পারে লাখ পতি !সেই রকমইপুরানো ১০০০ টাকা থেকে কিভাবে লাখপতি হতে পারেন তা কিছু পন্থা জেনে নেওয়া যাক ।

কিন্তু এবার এই টাকার বদলে টাকা রোজগার বিষয় কিংবা কিভাবে এই নোট বিক্রয় করবেন বিস্তারিতভাবে এই প্রতিবেদনে জানানো হবে। আপনি যদি সঠিক ক্রেতা পেয়ে যান তবে আপনার কাছে এটা যথেষ্ট লাভজনক হতে পারে। কারণ এই পুরনো Note বা Coin যদি আপনার কাছে থাকে, তাহলে তার বদলে যে পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন, তা ধারণাও করতে পারবেন না।

দেশে নোটবন্দির পরে এই বিষয়টি একাধিকবার বহু জায়গায় শোনা গিয়েছে। ১০০০ টাকার নোট (Old 1000 Rupee Note Value) যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তিনি এক লহমায় তার বদলে সরাসরি ৩ লক্ষ টাকা পকেটে ঢুকিয়ে নিতে পারবেন। তবে সব নোটের ক্ষেত্রে এই ডিল বা অফার প্রযোজ্য নয়, বিশেষ কিছু Old 1000 Rupee Note Value এর নোটে এই সুবিধা দেওয়া হচ্ছে।

শুধু ১ হাজার টাকার নোট নয়, যদি পুরনো কয়েন কাছে থেকে থাকে, তার বদলে প্রায় ১ হাজার গুন বেশি দাম পাওয়া যাবে। তবে টাকা বা কয়েন গুলো হতে হবে বিশেষ প্রকার পুরনো কয়েন, তবে আপনি মোটা টাকা পেতে পারেন। এবার জেনে নেওয়া যাক, এই ১০০০ টাকার নোট কিভাবে বিক্রি করা সম্ভব? যার বদলে মোটা টাকা আয় হতে পারে।

যদি কোনো ব্যক্তির কাছে ১০০০ টাকার পুরনো নোট থাকে, যে ১০০০ টাকার নোটের সিরিয়াল নম্বর AH 1775 এবং সেই নোট যদি প্লাস্টিকের নোট হয়, তাহলে সরাসরি তার বদলে ৩ লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও ওই ১০০০ টাকার নোট (Currency Old 1000 Rupee Note Value) মোটা টাকার বিনিময়ে তিনি বিক্রি করতে পারবেন।

শুধু ১০০০টাকা নয় ,যদি কোনো ব্যক্তির কাছে ৫০ পয়সা বা ৫০ টাকার কয়েন (Coin) থেকে থাকে, আর সেই কয়েনে যদি রানীর দুটি ছবি থাকে, তাহলে সেই কয়েনের থেকে ১০০০ গুন বেশি দাম পেয়ে যেতে পারেন। এটাও জানা গিয়েছে, গতমাসে ইউগার্ডসের কয়েন ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

Latest articles

Related articles