বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এই কথা আমরা সবাই শুনেছি ।সেই রকমই এক বড়ো উৎসব হলো মহাশিবরাত্রি। এই দিন উপোস করে শিবের মাথায় দুধ ঢালা হয় । শিব পুজোর প্রধান উপকরণ হলো -বেলপাতা ,ধুতরো ফল ,এছাড়াও ফল ফুল থাকে ।এবারে শিবরাত্রি পড়েছে ১৮ ফ্রেবুয়ারী সন্ধ্যে ৬.৩০ মিনিট থেকে রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো রাত ৯.৩৫ মিনিট থেকে ১২ টা পর্যন্ত। ১৮ ফ্রেবুয়ারী শনিবার কোন ও রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যের চাকা ঘুরবে জেনে নিন
তুলা রাশি: ভগবান শিবের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিক দিক আপনার উন্নতি ঘটবে ।সম্পর্কের ভীত আরো শক্ত হবে ।চাকরি পাওয়ার সম্ভবনা আছে ।সকালে শিবের নাম করলে আপনার জীবনে সমস্ত বাঁধা কেটে যাবে ।
বৃষ রাশি :এই রাশির জাতক জাতিকাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে ।মা বাবার সাথে চলতে থাকা ঝামেলা মিটবে আবার একসাথে জীবন যাবেন করবেন ।মাথা ঠান্ডা করে কাজ করলে আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন।
মিথুন রাশি: এই রাশির মানুষদের ভ্রমণের সুযোগ আসবে।দম্পতিদের মধ্যে ঝামেলা মিটবে।জীবনে দুঃখের রেস্ কেটে সুখের সময় আসবে ।ধীরে ধীরে ধনী মনের মানুষ হয়ে উঠবে ।