গোপনে বিয়ে সারার তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসছেন হার্তিক পান্ডে ।কিন্তু পাত্রী কে?২০২০ সালের ৩১শে মে আচমকা বাবা হওয়ার খবর শুনিয়েছিলেন চুপিসারে বিয়ে করেছিলেন নাতাশা স্ট্যানকোভিচকে।একেবারে ফিল্মি স্টাইলে দুবাইয়ের মাঝ সমুদ্রে হাঁটু গেড়ে বসে নাতাশাকে প্রপোজ করেন ভারতীয় দলের এই তারকা ।সে ভিডিও অল্প সময়ে ছড়িয়ে পড়েছিল |
তবে ছেলে কোলে বিয়ে করবে কার সাথে?পাত্রী বা কে ?হিন্দুস্তান টাইমস তথ্য থেকে জানা গিয়েছে ,পাত্রী তার স্ত্রী তার সন্তানের মা নাতাশা স্তনকোভিচ ।জানা গেছে এই তারকা দম্পতি আবার ডেস্টিনেশন বিয়ে সারবেন ১৪ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসবে তারকার বিয়ের আসর ।
দুজনের ঘনিষ্ট সূত্রে জানা গেছে ,সেই সময় আদালতে চটজলদি বিয়ে সেরেছিলেন ।জাঁকজমক বিয়ে করার ইচ্ছাতেই তাদের আবার বিয়ে হবে ।দুজনেই এই বিয়ে নিয়ে খুব উৎসাহিত ।১৩ফ্রেবুয়ারী থেকে শুরু হবে এই বিয়ের অনুষ্ঠান ১৬ফ্রেবুয়ারী পর্যন্ত ।গায়ে হলুদ ,সংগীত সমস্ত রীতি মেনে হবে এই বিয়ে ।বাবা মায়ের বিয়ের সাক্ষী থাকবে ছেলে অগস্ত্ৰ বয়স এখন আড়াই বছর ।গত বছর নভেম্বর থেকেই প্রস্তুতি চলছে তবে এই পুরো বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি হার্তিক -নাতাশা ।
নাতাশা হলেন শোবিজি দুনিয়ায় পরিচিত নাম ।তিনি একের পর এক সুপারহিট পারফম করেছেন ।বাদশার মিউজিক ভিডিও “ডিজেওয়ালা বাবু “গানে তিনি এ দেশে পরিচিত পান ।ঝলকটিকলা রিলোডেড গানে ইমরানের সঙ্গে স্টেপ ম্যাচ করেছিলেন নাতাশা ।বিয়ের পর অবশ্য এসব দুনিয়া থেকে দূরেই রয়েছেন সার্বিয়ার এই মডেল ।