Homeদেশকরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা, শোকস্তব্ধ সংবাদ জগৎ

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা, শোকস্তব্ধ সংবাদ জগৎ

করোনা কেড়ে নিয়েছে শত শত প্রাণ। সেই তালিকায় যেমন রয়েছেন দেশের সাধারণ মানুষ, তেমনই রয়েছেন কিছু নামী পরিচিত মুখও৷ এবার করোনার হাত থেকে মুক্তি পেলেন না দেশের অন্যতম বিশিষ্ট সাংবাদিকও৷ আজ, করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক রোহিত সরদানা। তাঁর অকাল মৃত্যুতে দেশের সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে।

দেশের অন্যতম জনপ্রিয় এক হিন্দি নিউজ চ্যানেলের জনপ্রিয় মুখ তথা সঞ্চালক রোহিত সারদানার মৃত্যুকে শোকপ্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে মাধ্যমে তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন রোহিত সারদানা । ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, উদ্যমী রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণে সংবাদ জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে৷ তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।

আরেক বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, ‘খুবই ভয়ানক খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। তিনি আজ হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’ আরেক বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লেখেন, ‘কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন পেলাম। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর পেলাম। এই ভাইরাস যে এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি। ঈশ্বর সুবিচার করলেন না।’ এছাড়াও আরও বহু সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৮ দিনে মারা গেলেন ৫২ সাংবাদিক। গত এক বছরে করোনায় সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা ১০১৷ পরিস্থিতি এমনই যে দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরতে গিয়ে নিজেরাই করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। গভীর আশঙ্কায় ভুগছেন সাংবাদিক মহলও।

ট্রেন্ডিং নিউজ