শহর কি গ্রাম শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লেগেই থাকে সামান্য বিষয় নিয়ে ।এই ঝগড়ার মূল কারণ হচ্ছে শাশুড়ি কখনোই ছেলের বৌ কে নিজের মেয়ের মতো দেখেন না ।উল্টোদিকে বৌমাও শাশুড়িকে নিজের মা এর মতো দেখে না ।এই রকম পরিস্তিথিতে শাশুড়ির মন জয় করতে যেগুলি করবেন তা জেনে নিন ।
১.শাশুড়ির সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ুন ,দেখবেন কিছুটা হলেও আপনারা ২জন২জনের সুখ দুঃখের সঙ্গী হয়ে গেছেন ।এর ফলে আপনাদের আর ঝগড়া হবে না ।
২.শাশুড়ির প্রশংসা করুন ,তার যত্ন নিন ।তাকে উপহার দিন ।আপনি যে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরী করতে চাইছেন তা বোঝানোর চেষ্টা করুন ।
৩.শাশুড়ির মাঝে আপনার ইতিবাচক অভিব্যাক্তি দেখলে ঘরের কাজে শাশুড়িকে সাহায্য করুন ।যারা অফিস করেন ,তারা চেষ্টা করুন অফিস থেকে এসে বন্ধুদের সাথে গল্প না করে শাশুড়ির পশে থাকুন ।কোনো কাজ জানা না থাকলে বিনয়ের সঙ্গে জেনে নিন ।
৪.বৌ শাশুড়ির বিষয়টা পুরো মনস্তাত্ত্বিক ।তাই বৌ বা শাশুড়ির দৃষ্টিভঙ্গি না পাল্টানো গেলে পারিবারিক কলহ মিটানো সম্ভব না ।তবে এই দিক গুলো মেনে চললে আসা করি শাশুড়ি বৌমার যুদ্ধ এড়ানো যাবে ।