ফুলকির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাঙামতি! চলছে জোরদার টক্কর! চাপে বেঙ্গল টপার মেগা

বেশকিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) পর্দায়। স্টার জলসার নতুন ধারাবাহিক “রাঙামতি তীরন্দাজ” ইতিমধ্যেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করেছে। এটি একটি সাধারণ আদিবাসী মেয়ের তীরন্দাজ হয়ে ওঠার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ টায় সম্প্রচারিত হয়, যেখানে প্রধান চরিত্রের সংগ্রাম, স্বপ্ন পূরণের জন্য লড়াই, এবং তীরন্দাজ হিসেবে তার যাত্রাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গল্পে তীরন্দাজ হওয়ার পথে মেয়েটির বিভিন্ন সামাজিক ও পারিবারিক বাধা এবং তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের গল্প তুলে ধরা হয়। ধারাবাহিকটি সমাজের প্রান্তিক মানুষের জীবনের কাহিনী এবং তাদের সফলতা অর্জনের দৃঢ়তা তুলে ধরার চেষ্টা করছে।

ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল (Manisha Mondal) এবং তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় (Nilankur Mukhopadhyay)। ধারাবাহিককে প্রথম দিন থেকেই রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে রাঙামতি একজন সাধারণ গরিব ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও নমিতার মতো একজন ভালো মানুষের তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। কিভাবে সব সময় তার পাশে রয়েছে তার দিদিমণি সেই গল্পই দেখানো হচ্ছে। আর শুরুর সময় থেকেই ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগতে শুরু করেছে। ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়।

অন্যদিকে ওই একই সময়ে দেখানো হয় জি বাংলার ফুলকি ধারাবাহিক। ফুলকি ধারাবাহিকটি বরাবরই বেশ জনপ্রিয়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল (Devyani Mondal) এবং অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। এই ধারাবাহিককে ও ফুলকির বক্সার হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে, প্রথমদিন থেকে কিভাবে ফুলকিকে তিল তিল করে ভালো বক্সার হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে রোহিত সেটাই দেখানো হচ্ছে।

এই ধারাবাহিকে প্রতি সপ্তাহে থাকে নিত্য নতুন উত্তেজনা পর্ব। বর্তমানে তো প্রতিটি এপিসোডই থাকছে উত্তেজনা পূর্ণ। তাই তো দর্শক এই ধারাবাহিক প্রথম দিন থেকে দেখতে পছন্দ করেন। এছাড়াও ধারাবাহিকে ফুলকি রোহিতের জুটি দর্শকের অন্যতম পছন্দের জুটি। আর বর্তমানে ধারাবাহিকে পুজো স্পেশাল এপিসোড দেখানো হচ্ছে। থাকছে আরো নতুন নতুন চমক। তাই তো পূজার মধ্যেও এই ধারাবাহিকের একটা এপিসোডও দেখতে ভোলেনি দর্শকেরা।

সুতরাং বুঝতেই পারছেন দুটি চ্যানেলে খেলাধুলা সংক্রান্ত দুই ধারাবাহিক দেখানো হচ্ছে তাই দুই ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তো চলবেই। তবে রাঙামতি এই কয়েক সপ্তাহের মধ্যেই যে ভালো ফলাফল করেছে সেটা সত্যি অবিশ্বাস্য। এই সপ্তাহে ফুলকি বেঙ্গল টপার হলেও রাঙামতি কিন্তু ফুলকির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই সপ্তাহের ফুলকি বেঙ্গল টপার হয়ে ৬.৬ রেটিং পয়েন্টে নিয়ে এগিয়ে গেছে অন্যদিকে রাঙামতি ৫.২ পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই কয়েক সপ্তাহের মধ্যেই যে রাঙামতি ফুলকি কে টেক্কা দেবে না সেটা এখনই বলা যাচ্ছে না।

Latest articles

Related articles

spot_img