ফের একবার নজরকাড়া লুকে ধরা দিলেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। বয়স ৪০-র ঠেকেছে কিন্তু তারপরেও তার রূপের আগুনে প্রায়দিনই পুড়ছেন অসংখ্য পুরুষ ভক্তরা। এই বয়সে এসেও তার রূপ হার মানায় অষ্টাদশীর যুবতীদের। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ‛নাটের গুরু’ সিনেমা দিয়ে প্রথম পা রাখেন অভিনয় জগতে। তারপর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করে মনজয় করেছেন।
রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) কন্যা হিসেবে নয়, নিজ গুণেই জায়গা করে নিয়েছেন টলিউডের অন্দরে। লুক থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবেতেই নজর কাড়েন এই টলি ভিভা। করোনাকালেই মা হয়েছেন তিনি। তারপরেও তাঁর চাবুক ফিগার স্বভাবতই তাক লাগায় নেটিজেনদের। তবে, পুজোর পাঁচটি দিন কিন্তু গ্ল্যামার জগতের তকমা ছেড়ে অতি সাদামাটা ঘরের মেয়ে রূপেই ধরা দেন অভিনেত্রী।
কাজের বাইরে কোয়েল পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসেন। এমনকি একজন মায়ের দায়িত্বের পাশাপাশি সামলাচ্ছেন কেরিয়ার। আর তার পাশাপাশি চলছে দেদার ফটোশ্যুট। তিনি যেন একেবারে দশভুজা। সম্প্রতি কোয়েল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনটি ছবি। যেখানে তার পরণে রয়েছে ডিপ নেক প্রিন্টেড টপ ও প্যান্ট। গলায় নেকলেস। নিউড মেকআপ ও পরিপাটি চুলে অসাধারণ লুকে ধরা দিয়েছেন কোয়েল।
কখনও কার্নিশে বসে আবার কখনও হেলান দিয়ে একেরপর এক লুকে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে কোয়েল ক্যাপশনে লিখেছেন যে, ‛এই দিনটি ভালো কাটুক’। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛আওয়ার কুইন’। আবার কেউ লিখেছেন ‛নাইস’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল কোয়েলের ফটোশ্যুটের ছবি।