ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। কাজ করেছেন তেলেগু, তামিল ও মালায়ালাম সিনেমাগুলোতে। তবে এবার বলিউডে পা রাখছেন এই দক্ষিণী অভিনেত্রী।
গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়, ‘রামায়ণ’ অবলম্বনে দক্ষিণের প্রযোজক অল্লু অরবিন্দের নতুন ছবিতে দেখা যাবে সাই পল্লবীকে। এই ছবির মধ্য দিয়ে দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। এই ছবিতে রামচন্দ্রের স্ত্রী সীতার চরিত্রে দেখা যাবে।
মুম্বাইয়ের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিটি এখনো প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। তবে শুটিং শুরু না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পল্লবীর পাশাপাশি এই সিনেমায় আরও দেখা যেতে পারে হৃতিক রোশন, রামচরণ, প্রভাস, রণবীর কাপুর, মহেশ বাবু ও দীপিকা পাড়ুকোনকে। তবে চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হতে পারে।