বিয়ের মশরুম পড়তে না পড়তেই সাধারণ মানুষের সাথে সাথে বলিউড ও টলিউডের মানুষ জন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে একে একে ।মাত্র কয়েক দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা ,ও মুকেশ আম্বানির ছোট ছেলে এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাপসী পান্নু ।তবে বিয়ে হতে চলেছে কার সঙ্গে ? কোনো অভিনেতা নাকি অন্য প্রফেশন এর মানুষের সাথে ।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,ব্যাটমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ।তিনি এও বলেছেন তাদের চুপিসারে সাড়ে ৯ বছরের প্রেম চলছে ,তা এবার পরিণতি পাবে । এক সাক্ষাৎকারে তিনি জানান “তার সমবয়সী সবার বিয়ে হয়ে গেছে “,আমিও অনেক দিন ধরে প্রেমে আছি এবার ভাবছি বিয়েটা সেরে ফেলবো “।
তিনি বলেন , দীর্ঘদিন ধরে আমাদের প্রেম থাকলেও আমরা সবার কাছে প্রকাশ করিনি । আমাদের প্রেম তা ছিল দূরবর্তী প্রেম ,আর এই লংডিসটেন্স হওয়ার সত্বেও আমাদের সম্পর্কে কোনো দিন ভেঙে যায়নি । আমরা যে বর্তমানে যে জায়গায় আছি তার জন্য আমরা নিজেরাই খুব খেটেছি ।তিনি এও বলেন ,বিয়ে করবে তবে কাওকে টক্কর দিয়ে নয় ,কারণ সে লোক দেখানো আদিখ্যেতা করতে চায় না । তিনি যতটা সম্ভব একদিনের মধ্যেই বিয়ের কার্য সম্পূর্ণ করে নিতে চায় ।