রূপের ঝলকে প্রথমবার নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখে ফেরানো যাচ্ছে না চোখ

বলিউড নেপোটিজম এর কথা সবসময় শোনা যায়, কিন্তু বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে শুধু নিজের অভিনয় গুণে নিজেকে প্রথম সারির অভিনেতাদের তালিকায় তুলে ধরেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)। জিম করা পেটানো শরীর নয়, শুধু অভিনয়গুণে শাহরুখ, সালমান, হৃত্বিকদের টেক্কা দিতে পারেন নওয়াজ। তবে তার মেয়েকে দেখলে সত্যিই আটকে যাবে চোখ। সম্প্রতি ক্যামেরার সামনে প্রথমবার ধরা পড়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী (Shora Siddiqui)।

সবসময় বলিউড তারকাদের পাশাপাশি তারকা সন্তানদের প্রতিও নজর থাকে। শাহরুখের সন্তান সুহানা, আরিয়ান থেকে শুরু করে সইফিনার সন্তান তৈমুর-জাহাঙ্গীররা বলিউডে প্রবেশের আগেই সেলিব্রিটি বনে গিয়েছেন পাপারাজ্জিদের দৌলতে। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে নিয়েও শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

তবে নওয়াজের মেয়ে শোরা আসলে লাইনলাইট থেকে সব সময় দূরেই থাকতে চান। মুম্বাই বিমানবন্দরে বাবার সঙ্গে ক্যামেরার সামনে ধরা পড়ে গিয়েছেন শোরা। তার সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এখন। প্রথমবার শোরাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

বিনা মেকআপে, ক্যাজুয়াল লুকে তাকে দেখে রীতিমত চমকেই উঠেছেন সকলে।মেকআপ ছাড়াই দারুণ সুন্দরী নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা। মুম্বাই বিমানবন্দরে বাবার পাশে একেবারে ক্যাজুয়ালভাবেই দেখা মিলেছে তার। তার পরনে ছিল ডেনিম জ্যাকেট। মাথার চুল টাইট করে খোপা বাঁধা ছিল। কাঁধে ছিল একটি ব্যাগ। তারকা সন্তান হলেও খুব সাধারণভাবে সাধারণ সাজপোশাকেই ধরা দিয়েছেন শোরা। এরই মধ্যে লাইমলাইট কেড়ে নিয়েছেন নওয়াজুদ্দিনের সুন্দরী কন্যা।

সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে প্রশ্ন উঠছে কবে নওয়াজুদ্দিনের কন্যাকে বলিউডে দেখতে পাওয়া যাবে? শোরার চেহারার সঙ্গে অনেকেই বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মুখের মিল খুঁজে পাচ্ছেন। যদিও নওয়াজের ভক্তদের দাবি মেয়ে একেবারেই তার বাবার মতই দেখতে। কিছুদিন আগেই মেয়ের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি কোলাজ করে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছিলেন নওয়াজ।

খুব শীঘ্রই নওয়াজুদ্দিনের অভিনয়ের প্রতিভা আর একবার প্রকাশ পাবে। মুক্তি পেতে চলেছে তার অভিনীত আসন্ন ছবি হাড্ডি। এই ছবিতে এক বৃহন্নলার বেশে নজর কেড়েছেন নওয়াজ। কিছুদিন আগেই এই ছবির জন্য তার তৃতীয় লুকটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেতা। পরনে লাল রঙের বেনারসি, কপালে লাল টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, মাথায় খোঁপা বাঁধা চুল, ‘হাড্ডি’ ছবিতে নওয়াজের লুক দেখে বারবার অবাক হচ্ছেন নেটিজেনরা।

Latest articles

Related articles