বয়কটের ডাক শুনে “পাঠান” রিলিজের আগেই অসুস্থ শাহরুখ খান!

দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান আর মাত্র মাস খানেক। ‘পাঠান’এর হাত ধরে ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন ‘কিং খান’। আপাতত সেই ছবি রিলিজের জন্য অপেক্ষা করছেন শাহরুখ ভক্তরা। কিন্তু উলমাদনার এর মাঝেই ‘পাঠান’ ঘিরে বিতর্কের ঝড় উঠেছে সারা দেশে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পাঠান-এর প্রথম গান ‘বেশরম রঙ’। সেই গানের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। কেউ বলেছেন গানটি হিন্দু ধর্মকে অপমান করেছে, কারোর আবার দাবি, গানটি অশ্লীল। এই কারণে জ্বালানো হয়েছে শাহরুখের কুশপুতুলও।

এবার জানা গেল, পাঠান বিতর্কের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন খোদ কিং খান। বেশরম রঙ নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই শনিবার রাতে টুইটারে ১৫ মিনিটের জন্য একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন শাহরুখ। সেখানেই ভক্তদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে অভিনেতা জানান, তিনি অসুস্থ।

ভক্তদের একাধিক প্রশ্নের জবাব দেওয়ার মাঝেই কিং খান বলেন, তিনি ভাইরাল ইনফেশনের সংক্রমিত হয়েছেন। শাহরুখ লেখেন- ‘সংক্রমণের কারণে খানিক অসুস্থ। তাই গত কয়েকদিন ধরে শুধুমাত্র ডাল ভাত খাচ্ছি।

শাহরুখের অসুস্থতার খবর পাওয়া মাত্রই অভিনেতার অনুরাগীদের মাথায় হাত পড়েছে। বেশ চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা। একজন লিখেছেন, ‘একসঙ্গে কত কিছু চলছে। শ্যুটিং করতে হচ্ছে, সেই সঙ্গে রয়েছে একাধিক অনুষ্ঠান। চারিদিকে এত্ত কিছু ঘটছে। দয়া করে নিজের খেয়াল রাখবেন, ঠিক করে খাওয়াদাওয়া করবেন। বিশ্রাম নিন’।

প্রসঙ্গত, অসুস্থ হলেও শাহরুখ কিন্তু একটুও বিশ্রাম নিচ্ছেন না। গত বৃহস্পতিবারই কলকাতা থেকে ঘুরে গিয়েছেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। এরপরই ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে চলে যান ‘বাদশা’।

তবে জানিয়ে রাখি, শাহরুখ-দীপিকা-জন অভিনীত ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এছাড়াও আগামী বছর ‘কিং খান’এর আরও দু’টি সিনেমা মুক্তি পাবে। ২ জুন ‘জওয়ান’ রিলিজ করবে এবং আগামী বছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে ‘ডাঙ্কি’।

Latest articles

Related articles