মঙ্গলবার, দুপুরে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি এবং আশপাশের অঞ্চল। জানা গিয়েছে, প্রায় ২০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। এই ভূমিকম্পের উৎস স্থল নেপালের কালিকা এলাকায়।
এক সর্ব ভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি এবং তার আশপাশের একাধিক জায়গা। মঙ্গলবার দুপুরে আড়াইটের সামান্য আগেই এই ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ-সহ আশপাশের এলাকাগুলিতেও।
এদিন ভূমিকম্পের জেরে দিল্লির রাজধানী এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে, অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ২০ সেকেন্ড ধরে কেঁপে ওঠে বাড়ির দেওয়াল। অন্যদিকে, দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশে, হরিয়ানা এবং উত্তরাখণ্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরেও দিল্লিতে এবং উত্তর ভারতের অন্যান্য রাজ্যে ভূমিকম্প হয়েছিল। যার মাত্রা ছিল ৫.৪। সেবারেও ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে, উত্তরাখণ্ডের জোশিমঠ থেকে ২১২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।