ইন্দুবালা লুকে শুভশ্রীকে চেনাই দায়, ছবি দেখে প্রশংসায় ভরালেন দর্শকেরা

এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে অবশ্যই সেখানে নাম থাকবে শুভশ্রী গাঙ্গুলীর । ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বাণিজ্যিক ছবি হোক বা ভিন্ন ধারার ছবি-সবেতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন রাজ চক্রবর্তীর ঘরণী।

‘পরিণীতা’ থেকে শুরু করে ‘হাবজি গাবজি’ হয়ে হালফিলের ‘বৌদি ক্যান্টিন’- এই ছবিগুলিতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছিলেন শুভশ্রী। আর ‘বিসমিল্লাহ’ ছবিতে ঋদ্ধি সেনের সঙ্গে তাঁর অভিনয় তো এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তিনি যে জাত অভিনেত্রী তা একবার নয়, বারবার প্রমাণ করেছেন রাজ ঘরণী।

মূল ধারার বাণিজ্যিক ছবি থেকে বেরিয়ে বেশ কয়েকটি ভিন্ন ধারার ছবি করার পর এবার একেবারে অন্যরকম চরিত্রে পর্দায় ফিরছেন ‘চ্যালেঞ্জ’ অভিনেত্রী। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন যে ধরণের চরিত্র করার আগে বাকি পাঁচজন নায়িকা বেশ কয়েকবার ভাববেন, তেমনই একটি চরিত্রে এবার দেখা যাবে টলি ডিভাকে। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই এক বৃদ্ধার বেশে পর্দায় আসছেন শুভশ্রী। হইচইয়ে আসতে চলে ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ (Indubala Bhaater Hotel) দেখা যাবে অভিনেত্রীকে।

কল্লোল লাহিড়ীর একই নামের বিখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে এই ওয়েব সিরিজটি তৈরি করছেন দেবালয় ভট্টাচার্য। শীঘ্রই হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ। আগেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ শুভশ্রীর লুক প্রকাশ্যে এসেছিল। এবার আরও একবার বৃদ্ধাবেশে নিজের ছবি শেয়ার করে সকলকে মুগ্ধ করে দিলেন টলি ডিভা।

    শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ইন্দুবালা ভাতের হোটেল লেখা একটি ফলকের নীচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পরনে কালো পাড় দেওয়া সাদা শাড়ি এবং সাদা ব্লাউজ। চোখে চশমা, মাথা ভর্তি পাকা চুল, হাতে বাজারের ব্যাগ। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সে আসছে। #ইন্দুবালা ভাতের হোটেল’। সেই সঙ্গেই নায়িকা ট্যাগ করেছেন হইচইকেও।

    ‘ইন্দুবালা ভাতের হোটেল’এ শুভশ্রীর প্রথম লুক দেখার পর থেকেই এই সিরিজটি দেখার জন্য দর্শকরা মুখিয়ে ছিলেন। একজন বৃদ্ধার চরিত্রে তিনি কীভাবে অভিনয় করেন সেটি দেখতে চান প্রত্যেকে। আপাতত সিরিজের দ্বিতীয় লুক শেয়ার করে দর্শকদের সেই উত্তেজনাটাকেই বেশ কিছুটা বাড়িয়ে দিলেন টলি সুন্দরী।

    Latest articles

    Related articles