শ্যামলীর কাছাকাছি মন্দার! রেগে বো’ম রোহিণী-অনিকেত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

ধারাবাহিক “কোন গোপনে মন ভেসেছে”(Kon Gopone Mon Bhesechhe) ক্রমশই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, বিশেষ করে শ্যামলী, অনিকেত, এবং মন্দারের ঘিরে তৈরি হওয়া দ্বন্দ্বের কারণে। আজকের পর্বে (১৮ অক্টোবর), দেখা যায় শ্যামলী পুকুরে পড়ে গেলে মন্দার তাকে বাঁচায়, যা অনিকেতের ভুল বোঝার কারণ হয়ে দাঁড়ায়। মন্দারের এই সাহায্য করা অনিকেতের কাছে শ্যামলীর সাথে মন্দারের সম্পর্কের ভুল ধারণা তৈরি করে এবং সে ক্ষিপ্ত হয়ে মন্দারকে আক্রমণ করে।

ধারাবাহিকে বর্তমান প্লট অনুযায়ী, অহনা অনিকেতকে নিজের কাছে ধরে রাখতে না পেরে নিজেই চলে এসেছে জোড়া বাড়িতে। এখন ইচ্ছে না থাকলেও শুধুমাত্র স্যারের মুখের দিকে চেয়ে আপনাকে সেই বাড়িতেই থাকতে দিচ্ছে শ্যামলী। আগে শ্যামলীর কদর বোঝেনি অনিকেতের মা অপরাজিতা। বর্তমানে সেও একটু একটু করে শ্যামলীকে মেনে নিচ্ছে। নিজের ছেলের ভুল সিদ্ধান্তকে প্রশ্রয় না দিয়ে শ্যামলীকে আপন করে নেওয়াই তার শ্রেয় বলে মনে হয়েছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কলা বউ স্নান করাতে পুকুর ধারে গেছে জোড়া বাড়ি। সেখানে অনিকেত পুকুরে নামতে গেলে শ্যামলী তাকে আটকায়। সে বলে, পুকুরে শ্যাওলা পড়ে গেছে তার ওপর একটা সিঁড়ি ভাঙা। তাই অনিকেতের যাওয়াটা ঠিক হবে না। তাই জলে নামে শ্যামলী। তবে অসাবধানতাবশত পায়ে লতাপাতা জড়িয়ে গিয়ে শ্যামলী জলে উল্টে পড়ে। তাকে বাঁচাতে ছুটে যাচ্ছিল অনিকেত।

অনিকেতের যাওয়ার আগেই জলে ঝাঁপ মারে মন্দার। সে তাড়াতাড়ি করে শ্যামলীকে জল থেকে তুলে এনে পেতে থাকা জল বার করার জন্য হাত দিয়ে পাম্প দিতে থাকে। এই জিনিসটা একেবারেই পছন্দ হয়নি অনিকেতের। সে ভীষণ রেগে যায় এবং মন্দারকে মা’রধর করতে থাকে। কিছুক্ষণ পর বুঝতে পারে এই সবটাই অনিকেতের ভাবনা। এরপর জল দিয়ে কলা বউ স্নান করিয়ে সবাই মিলে জোড়া বাড়ি ফিরে যায়।

এদিকে অরুণাভ আর তৃষা দুজন মিলে ভাবতে থাকে এই জিনিসটাকেই তাদেরকে কাজে লাগাতে হবে। রোহিণী আর অনিকেত দুজনেই শ্যামলী আর মন্দারের এই ঘনিষ্ঠতা পছন্দ করছে না। ওরা যে নিছক বন্ধু সেটা মেনে নিতে পারছে না। এই জিনিসটাকে কাজে লাগিয়েই শ্যামলী আর মন্দার দুজনকে একসঙ্গে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। সোজা কথায় শ্যামলীর নাম খারাপ করতে হবে। আর সেটা তারা শুরু করে দেয় রোহিণীকে দিয়ে।

Latest articles

Related articles

spot_img