বাঙালিরা হলেন মাছে ভাতে বাঙালি । বাঙালি দের ঘরে প্রতিদিন খাবারে মাছ থাকবেই । মাছ খাওয়া ঠিক আছে কিন্তু ওই যে হাতে মাছের গন্ধ সেটা বড্ডো বিরক্ত । মাছ বাড়িতে কাটা হোক বা বাজার থেকে নিয়ে আসা হোক মাছ ভালো করে রগড়ে না ধুলে মাছের গন্ধ যাবে না । আর মাছ ধোয়ার পর হাতে বিশ্রী গন্ধ ছাড়লে মাছ কেন অন্য কোনো কিছুই খেতে পারবেন না । হাত থেকে মাছের গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় আছে সেটা জেনে নেওয়া যাক –
পাতিলেবুর রস
আমাদের বাড়িতে পাতিলেবু থাকেই । এই পাতিলেবু আপনার হাতের আঁশটে গন্ধ দূর করতে পারে । একটা বাটিতে পাতিলেবুর রস নিয়ে সেটা হাতে ঘষে নিন তারপর বেশ কিছুক্ষন পর হাত তা সাবান দিয়ে ধুয়ে ফেলুন । দেখেবন হাতের আঁশটে গন্ধ গায়েব হয়ে গেছে ।
তেল ও হলুদ
হাতের আঁশটে গন্ধ দূর করার জন্য এই উপকরণ টি বেস্ট । একটা বাটিতে তেল ও হলুদ নিয়ে মিশিয়ে নিয়ে হাতে মেখে নিন । কিছুক্ষন পর হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন হাতে কোনো গন্ধ নেই ।
কফি
কফির গুঁড়ো খুব স্ট্রং হয় তাই একটু কফি গুঁড়ো নিয়ে তার সাথে জল মিশিয়ে হাতে মেখেনিন । তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন হাতের আঁশটে গন্ধ উধাও হয়ে গেছে ।
এছাড়াও মাছ ধোয়ার পর চাল বা ডাল ধোয়ার কাজ গুলো করবেন দেখবেন এই ধোয়ার ফলে আপনার হাতে মাছ ধোয়ার আঁশটে গন্ধ থাকবে না ।