Sourav Ganguly biopic : বায়োপিকে দাদা’র ভূমিকায় কে? আলোচনায় মুম্বইতে সৌরভ

বহু আগে দেখি গুঞ্জন শোনা যাচ্ছে সৌরভের বায়োপিক(Sourav Ganguly biopic) আসছে। তবে কবে আসছে, কে সেই ছবি বানাবেন তা নিয়ে নানান জল্পনা ছিল। অবশেষে বায়োপিকের কাছে মুম্বই ছুটে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতেই তিনি মুম্বই উড়ে যান। সঙ্গে ছিলেন বন্ধু সঞ্জয় দাস। আর বায়োপিক নিয়েই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ নিজেই খোলসা করেছেন বায়োপিক সহ আরও বেশকয়েকটি কাজে তিনি মুম্বই যাচ্ছেন।

সৌরভ জানান, বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শেষ, আর সেই চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। এর আগে সৌরভ জানিয়েছিলেন যখন সময় পান, ফোনে রেকর্ড করে করে তিনি চিত্রনাট্য লিখতে থাকেন। আর সেটা নিয়েই মুম্বইতে গিয়ে লভ প্রোডাকশনের সঙ্গে তাঁর আলোচনা হবে। সৌরভের কথায়, বেশ কয়েকমাস বায়োপিকের কাজ সেভাবে এগোয়নি। কারণ প্রোডাকশন হাউসের ব্যস্ততার পাশাপাশি তাঁর নিজের ব্যস্ততাও ছিল।

আগেই মহেন্দ্র সিং ধোনি বায়োপিক মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছিলো । সেই ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপূত। তবে এখন প্রশ্ন বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন? তার উত্তরে মহারাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আলোচনার পরই তা ঠিক হবে। তবে সৌরভ নিজে না বললেও কানাঘুষো শোনা যাচ্ছে তাঁর বায়োপিকে অভিনয় করতে পারেন রণবীর সিং। প্রযোজনা সংস্থা এবং সৌরভ দুই তরফেরই নাকি প্রথম পছন্দ রণবীর। যদিও এনিয়ে প্রযোজনা সংস্থা কিংবা সৌরভের তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে আরও বেশকয়েকজনের নামও আলোচনায় রয়েছে বলে খবর। শোনা যাচ্ছে হৃত্বিক রোশনের নামও।

Latest articles

Related articles