টলিউডে নেমে এলো শোকের ছায়া। অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র দেবরাজ রায় প্রয়াত হলেন। দেবরাজ রায় ছিলেন টলিউডের এক পরিচিত মুখ, যিনি ছোট পর্দা এবং বড় পর্দায় সমানভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর স্ত্রী, অভিনেত্রী অনুরাধা রায়(Anuradha Roy), যাকে আমরা এখনও সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করতে দেখি, এখন স্বামীহারা হলেন। দেবরাজ রায়ের মৃত্যুতে টলিউড হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে।
৬৯ বছর বয়সে সল্টলেকে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবরাজ রায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি এবং সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন পাঁচদিন ধরে। আজ সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।
দেবরাজ রায় সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ৮০ ও ৯০-এর দশকে তিনি ছিলেন দূরদর্শনের একটি পরিচিত মুখ। দেবরাজ এবং অনুরাধা একসঙ্গে ‘করোটি,’ ‘দেবর,’ এবং ‘চৌধুরী পরিবার’-এর মতো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
দেবরাজ রায় মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ ছবিতে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে যান। তিনি তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহের মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। ‘মর্জিনা-আবদুল্লা’ ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।
২০১৭ সালে দেবরাজ রায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই তাঁর শরীরের ডানদিক অসাড় হয়ে যায়, এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি অভিনয় থেকে সরে আসেন। আজ তার মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে, আর তাঁর প্রয়াণে অভিনয় জগতে শূন্যতা তৈরি হয়েছে।