বাংলা সফরে আসছেন অমিত শাহ। ঠাকুরনগরের যাওয়ার পাশাপাশি ৩০ জানুয়ারি মায়াপুর ইস্কনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন অমিত শাহ। ইস্কনের রীতি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে মায়াপুরের দু’টি হাতি। শাহর বঙ্গ সফরের প্রস্তুতির ওপর নজর রেখে তৈরি হচ্ছে ইসকন প্রাঙ্গনে হেলিপ্যাড। জানা গিয়েছে, হেলিকপ্টারে সকাল ১০টা ৪৫ মিনিটে মায়াপুরের হেলিপ্যাডে নামবেন তিনি। এরপর তিনি রাধমাধব, চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব মন্দির দর্শন করবেন। মায়াপুর ইস্কনের চিফ কো-অর্ডিনেটর জগদার্তিহা দাসের কথায়, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুর আসছেন, সেই মতো সব ব্যবস্থা করা হচ্ছে।’ পাশাপাশি ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, সকালে মন্দির পরিদর্শনের পর সাংবাদিক সম্মলন করবেন অমিত শাহ। এরপর পুষ্প সমাধি মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। তাঁর কথায়, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ মিনিট মহাপ্রভুর উপর আলোচনায় অংশ নেবেন। নিজে বক্তব্য রাখবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাতে সর্বতভাবে প্রস্তুত।
অপরদিকে, ৩০ জানুয়ারি মতুয়াদের মন রাখতে ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের কাছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মূলত, নবান্ন দখলের জন্য বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ মতুয়া ভোট। ঠাকুরবাড়ির কামনা সাগরের পাশেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হওয়ার কথা। উল্লেখ্য, এই সভা থেকে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে সরকারের পরিকল্পনা করে জানাবেন অমিত শাহ। সেখান থেকে কলকাতায় ফিরে ৩১ জানুয়ারি সকালে তাঁর যাওয়ার কথা কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে। এরপর সেইদিনেই হাওড়ার ডুমুরজোলায় সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর সেখানেই থাকতে পারে চমক! অর্থাৎ বিজেপি সূত্রে খবর, অমিত শাহের ডুমুরজোলায় সমাবেশে অন্য দলের হেভিওয়েট নেতাদের যোগদানের তালিকা প্রায় প্রস্তুত। ওই তালিকায় বেশ কয়েক জন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের নাম রয়েছে।