রূপান্তরকারী দম্পতির মধ্যে বাবার গর্ভ থেকে জন্ম নিল সন্তান, কিন্তু জন্ম সার্টিফিকেটে তার মা হিসাবে কার নাম থাকবে!

কেরলে রূপান্তরকারী যুগলের কথা বর্তমানে আমরা সবাই শুনেছি ।একজন পুরুষ হিসাবে জন্মেছিলেন আর একজন নারী হিসাবে ।কিন্তু তারা মনে প্রাণে আলাদা ।নারী হিসাবে জন্মে ছিলেন জাহেদ আর পুরুষ হিসাবে জিয়া ।কিন্তু দুজনেই ভিন্ন লিঙ্গে আকর্ষিত মানে যিনি নারী তিনি মনে প্রাণে পুরুষ আর যিনি পুরুষ তিনি মনে প্রাণে নারী হিসাবে বাঁচতে চায় ।

একটএই ভাবনার মধ্যেই দুজন দুজনের সাথে পরিচয় ঘটে এবং তারা ২বছর হলো বিয়েও করে নেন ।তারা তো নিজেদের মন অনুযায়ী তৈরী করেছেন ডাক্তারের সাহায্যে নিয়ে ।তবে তাদের ইচ্ছা ছিল তাদের একটা সন্তান হোক ।সেই ইচ্ছা কেও তারা পূরণ করেছেন ।তবে তার জন্য যথেষ্ঠ পরিশ্রম করেছেন ।

জন্মসূত্রে জাহেদ যেহেতু নারী শরীর ,তাই এক্ষেত্রে গর্ভধারণ করেছিলেন তিনি ।তার গর্ভেই বোরো হয়েছে সন্তান ।যদিও তিনি নিজেকে শিশুর বাবা হিসাবেই মনে করেন ।আর এই সময় মা হিসাবেই পশে ছিলেন ।কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন জাহেদকে বন্ধ রাখতে হয়েছিল হস্মোন থেরাপি।সন্তান জন্মের পর আবার শুরু করবেন ।

কিন্তু এখন প্রশ্ন হলো জন্মসার্টিফিকেটে মা জায়াগায় নাম কার বসবে,আর বাবা হিসাবে কার নাম থাকবে ?

এই প্রশ্নের উত্তরে যুগল বলেন ,জাহেদ যদিও সন্তান কে গর্ভে ধরেছিলেন কিন্তু বাবা হিসাবে নাম থাকবেই তাঁর ।যেহেতু তিনি মনেপ্রাণে একজন পুরুষ ।আর মা হিসাবে থাকবে জিরার নাম ।এই অনুযায়ী কাগজ জমা দিবেন ।এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন ।

Latest articles

Related articles