কুকুর হলো প্রভুভক্ত প্রাণী । কুকুর যে ভাবে মানুষের সাথে মিশতে পারে সেই রকম কোনো প্রাণী মিশতে পারে না । মাঝে মাঝে এই প্রাণী হয়ে ওঠে হিংসাত্মক । সেই হিংস্র এর পরিনাম ভয়ঙ্ককর । এই রকম হিংসের এক ঘটনা ঘটে হায়দ্রাবাদে ।
হায়দ্রাবাদের এক অভিজাত আবাসনে বাচ্ছাকে জনশুন্য রাস্তায় কামড়ে দেয় বেশ কয়েকটি কুকুর । শিশুটির বয়স ছিল ৬ বছর । সে একা রাস্তা দিয়ে হেঁটে নিজের রুমে যাচ্ছিলো । ঠিক সেই সময় পিছন দিক থেকে বেশ কয়েকটি কুকুর এসে হামলা করে ।প্রাণে বাঁচার জন্য ছোটার চেষ্টা করলেও রেহাই পায় না ।
কামড়ে সারা শরীরে দাগ বসিয়ে দেয় । এমনকি শরীরের এক জায়গায়র মাংস খুবলে তুলে দেয় । হুট্ করে কেন এমন আচরণ কুকুরগুলোর তা জানা যায়নি। বাচ্ছাটিকে হসপিটালে ভর্তি করলে মৃত বলে জানানো হয় ।