মা হলেন বলিউডের এই বাঙালি নায়িকা, ফুটফুটে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

এই বছর বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অনেকেরই কোল জুড়ে এসেছে সন্তান। বলিউড ও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির নায়িকারা একে একে তাদের সন্তান জন্মের সুখবর শুনিয়েছেন। ইভিলিন শর্মা, গহর খান থেকে শুরু করে টলিউডে বাসবদত্তা চ্যাটার্জী, জাগৃতি গোস্বামীরাও সন্তান লাভ করেছেন। এবার বলিউডের এক বাঙালি নায়িকাও শোনালেন সুখবর।

অজয় দেবগনের ‘দৃশ্যম’ ছবির অভিনেত্রী ঈশিতা দত্ত -কে নিশ্চয়ই মনে আছে? তিনি অজয়ের বড় মেয়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন ওই ছবিতে। ঈশিতা দত্ত গত কয়েকদিন ধরে তার ম্যাটারনিটি ফটোশুট এবং রিলসের জন্য সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় ছিলেন। তিনি এবং তার স্বামী বৎসল শেঠ  সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। তাদের ছোট্ট সংসার আলো করে এল সন্তান।

Vatsal Sheth and Ishita Dutta

৩২ বছর বয়সে প্রথম সন্তানের মুখ দেখলেন ঈশিতা। ‘দৃশ্যম’ ছবির দুটো পার্টেই অভিনয় করেছেন তিনি। তার কিন্তু আরও একটি পরিচয় রয়েছে, তিনি ‘আশিক বানায়া আপনে’ খ্যাত জনপ্রিয় বলিউড নায়িকা তনুশ্রী দত্ত -র বোন। ঈশিতার জন্ম জামশেদপুরের একটি বাঙালি পরিবারে। তিনি হিন্দি টেলিভিশনে কাজ করে অভিনয় জীবন শুরু করেন।

‘রিস্তো কা সওদাগর বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই বৎসল এবং ঈশিতার প্রেম শুরু হয়। যদিও তখন তারা এই বিষয়টা প্রকাশ্যে আনতে পারেননি। আসলে প্রযোজকের নির্দেশ ছিল প্রেমের খবর বাইরে আনা যাবে না। তাই নিজেদেরকে কেরিয়ারের ক্ষতি হতে পারে ভেবে তারা এই বিষয়ে মুখ খোলেননি। পরে ২০১৭ সালে তারা বিয়ে করে নেন।

ইসকন মন্দিরে খুব কাছের কিছু আত্মীয় ও বন্ধুদের নিয়ে ছোট করে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন ঈশিতা এবং বৎসল। বিয়ের অনুষ্ঠানে তনুশ্রী হাজির হতে পারেননি। এবছরের মার্চ মাসে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে ঈশিতা এবং বৎসল ঘোষণা করেন যে তারা বাবা-মা হতে চলেছেন। এরপর প্রেগনেন্সি নিয়ে নানা আপডেট তারা দিতে থাকেন সোশ্যাল মিডিয়াতে।

শেষমেষ বুধবার ঈশিতার কোল আলো করে এল ফুটফুটে এক সন্তান। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘দৃশ্যম ২’ ছবির পর অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি। বলিউড থেকে তার ঝুলিতে কেবল ‘দৃশ্যম’ ছবিই রয়েছে। এছাড়া তিনি ‘এক ঘর বানাউঙ্গা’, ‘কৌন হে’ সিরিয়ালে অভিনয় করেছেন। আর তার স্বামী বৎসল ‘টারজান দা ওয়ান্ডার কার’, ‘আদিপুরুষ’ ছবিতে ইন্দ্রজিৎ চরিত্রে অভিনয় করেছেন।

Latest articles

Related articles

spot_img