মিঠাই সিরিয়ালের উচ্ছেবাবু, আট থেকে আশি সকল মহিলাদের কাছে হিরো হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে । মহিলাদের মনে তিনি সালমান বা শারুখের থেকে কিছু কম জায়গা করে নেননি । উচ্ছেবাবুর আসল নাম হলো আদৃত ।বর্তমানে তিনি কার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা জানার জন্য আগ্রহী হয়ে আছেন তার বন্ধুরা।মিঠাই সিরিয়ালে মিঠাই ও সিদ্ধার্থ জুটিকে সবাই ভালোবাসে ।
টলিপাড়ায় কানাঘুষো সোনা গেছে অদৃত রায়ের সঙ্গে সম্পর্কে আছেন তার সিরিয়ালে দিদিয়া নামে পরিচিত কৌশাম্বি চক্রবর্তী ।একটা টাইম তারা খুব ভালো বন্ধু ছিল পরে সেই বন্ধুত্ব প্রেমে আকার নেয় ।তবে প্রকাশে মানে মুখ ফুটে কথাটি বলেননি ।আমরা সবাই তার পোস্ট করা কিছু পিক দেখে বুঝতে পারি ।ভ্যালেন্টাইন ডে তে সবাই সবার প্রিয় মানুষের ছবি দেয় সেই রকমই আমরা সিদ্ধার্থের ওয়ালে দেখতে পে এই দুই জুটিকে (অদৃত -কৌশাম্বি )।অদৃত আর চাপা না রেখে বলেই দেন যে,তিনি বর্তমানে প্রেমে আছেন ।
অদ্রিতকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয় যে,সে কেমন ধরণের প্রেমিক ?তার উত্তরে তিনি বলেন , ‘যার সাথে আমি প্রেম করছি সে ভালো ভাবে বলতে পারবে ‘তবে এটুকু বলতে পারি এভাবে ভালোবাসার প্রকাশ না ঘটালেও হয় ।কারণ আমি এই দেখানো ভালোবাসা পছন্দ করি না ।
প্রথম প্রেম ছিল সুপ্রিয়া নামের এক মেয়ের সাথে ।তবে এই সিরিয়ালের কারোর সাথে ঘনিষ্ট বন্ধু থাকার কারণে তাদের ১০ বছরের প্রেম ভেঙে যায় ।অবশ্য সেই সুপ্রিয়ার এনগেজমেন্ট হয়ে গেছে অন্য কারোর সাথে ।তিনি এও বলেন যে,তিনি খুব সুখে আছে বর্তমনে জীবনসাথী কে নিয়ে ।