হঠাৎ রাজ্যপালের ইস্তফা হতোবাক রাজ্যবাসী

ইস্তফা দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশীয়ারি। রবিবার তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বদলে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে বেছে নেওয়া হল রমেশ বইসকে। শুধু মহারাষ্ট্র নয়, আরও ১১টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্যই নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। ওদিকে বাংলার রাজ্যপালকে নিয়ে চলছে শাসক বিরোধী বিতর্ক। বঙ্গ বিজেপির সাথে বৈঠকের পর হঠৎ ভোল বদল করেছেন রাজ্যপাল।

রবিবার সকালেই মোট ১২ রাজ্যের রাজ্যপাল বদলে নির্দেশিকায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বদল হচ্ছে মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহারের রাজ্যপাল। অরুণাচল প্রদেশের রাজ্যপাল শ্রী রাধাকৃষ্ণণ মাথুরকেও বদলি করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে। 

Latest articles

Related articles