১৫ হাজার টাকার দাবি মেটাতে পারেনি স্বামী! ভালোবাসা দিবসে বরের মাথা ফাটাল স্ত্রী

স্ত্রী স্বামীর কাছে বেশ কিছুদিন থেকেই ১৫ হাজার টাকা দাবি করেছিলেন। কিন্তু সেই দাবি মেটাতে অপারগ ছিলেন স্বামী। তাই রাগের বশে ভালোবাসা দিবসের দিন কাচের গ্লাস দিয়ে স্বামীর মাথা ফাটালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা অন্তর্গত গড়িয়া সবুজ সংঘ এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।

স্বামী অজিত চৌধুরী জানান, আটেক আগে প্রেম করেই বিয়ে করেছিলেন৷ তাঁদের একটি ৭ বছরের পুত্রসন্তানও রয়েছে৷কয়েকদিন ধরেই তাঁর কাছে ১৫ হাজার টাকা দাবি করছিলেন স্ত্রী৷ কিন্তু সেই টাকা দিতে রাজি হননি তিনি৷ সোমবার রাতে ফের একবার টাকা নিয়ে অশান্তি শুরু হয়৷ অভিযোগ তখনই স্বামীর মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করেন স্ত্রী৷ কেড়ে নেন গাড়ির চাবিও৷ মারের চোটে মাথায় ফেটে যায় ওই যুবকের।

নিগৃহীত ব্যক্তি আরো জানাচ্ছেন, তাঁর স্ত্রীয়ের বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত রয়েছেন। দুজনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে প্রায় অজিতকে মারধর করত তাঁর স্ত্রী। এরপরেই প্রতিবেশীরাই আহত যুবককে হাসপাতালে নিয়ে যান৷ তাঁর মাথায় ৬টি সেলাইও পড়েছে৷

ঘটনার পরই স্ত্রী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক৷ দোষীদের যথাযথ শাস্তির দাবি করেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ।

Latest articles

Related articles