ইতিমধ্যেই বিভিন্ন দুর্নীতি ইসুকে হাতিয়ার করে বিরোধীরা সরকারকে বিঁধে চলেছে রাজ্যকে! নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ । বর্তমানে তার ঠাঁই প্রেসিডেন্সি সংশোধনাগারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার জেলে পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । তবে এদিনও তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠল কুন্তলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের আগে
সম্প্রতি, সেই প্রথম থেকেই যুবনেতার বিরুদ্ধে তদন্তে সঠিক ভাবে সহযোগিতা না করার অভিযোগ তোলে তদন্তকারী আধিকারিকগণ, আর এদিনও তার ব্যতিক্রম হল না। এদিন প্রায় সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে বলে সূত্রের খবর। তবে এদিন দলের ভূমিকা নিয়ে মুখ খলেন কুন্তল। বলেন, অকারণে দুর্নীতি ইস্যুতে দলকে জড়ানো হচ্ছে। দল এ বিষয়ে কিছু জানে না। পাশাপাশি, কোনও প্রভাবশালীর যোগ সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেন অভিযুক্ত কুন্তল।
ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন উদ্ধার হওয়া ডায়েরির একাধিক তথ্য সম্পর্কে কুন্তলকে প্রশ্ন করা হল। তবে সেসব প্রশ্ন কার্যত এড়িয়ে যান যুবনেতা। সেসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি কুন্তলের। পাশাপাশি এদিন মানিক ঘনিষ্ট তাপস মণ্ডলের নাম তুলে কুন্তল বলেন, তাপসের চক্রান্তের শিকার তিনি। অন্য সব দিনের মত লম্বা জিজ্ঞাসাবাদের পর এদিনও কুন্তলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনল গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, গতমাসে ইডির হাতে গ্রেফতার হন হুগলির শাসকদলের যুবনেতা কুন্তল ঘোষ। তার গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। বহু বছর ধরে হতে থাকা শিক্ষক নিয়োগের যে বিপুল পরিমান দুর্নীতির অভিযোগ এ রাজ্যে উঠেছে, সেখানে কুন্তলের বিশেষ ভূমিকা রয়েছে বলেই মনে করছে গোয়েন্দা সংস্থা।
তাৎপর্যপূর্ণ, পাশাপাশি তার সাথে দুর্নীতির যোগ পরিষ্কারও হয়ে গিয়েছে তদন্তকারী সংস্থার কাছে। ইডির দাবি, ২০১৪ ও ২০১৭ সালের টেট দুর্নীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন কুন্তল ঘোষ। ভুয়ো ওয়েবসাইট ও এজেন্টদের কাজে লাগিয়ে কুন্তল কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন বলেও দাবি ইডির।