‘অনুরাগের ছোঁয়া’তে নতুন ভিলেন হয়ে এলেন এই টলিউড অভিনেত্রী

স্টার জলসা -র পর্দায় এখন অন্যতম ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ । ধারাবাহিকটি শুরুর প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় টপ করে আসছে। ধারাবাহিকের কেন্দ্রীয় দুই চরিত্র সূর্য এবং দীপার সংসারে যেন একের পর এক অশান্তি লেগেই রয়েছে। তার মধ্যে উপরি পাওনা মিশকা। একের পর এক ষড়যন্ত্র করে তিনি সূর্য দীপার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। আর এসবের মধ্যেই নাকি ধারাবাহিকে আসতে চলেছে আরও নতুন খলনায়িকা।

সোনা-রূপা তারই সন্তান এই কথা সদ্যই জেনেছিল সূর্য। দীপাকে কাছে টেনে নিয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখতেই নতুন চাল চালে মিশকা। নিজেকে সূর্যর হবু সন্তানের মা বলে দাবি করে, সেই পর্দা ফাঁস করতে গিয়েই নতুন ঝামেলায় সূর্য। মিশকার খুনি হয়ে জেলবন্দি সে। আর এদিকে স্বামীকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া দীপা। গল্পের এই টানাপোড়েনের মাঝেই সিরিয়ালে বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য -কে।

দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন আয়েশা। দিন কয়েক আগেই জিতের ‘চেঙ্গিজ’-এ দেখা গিয়েছে আয়েশাকে। বুমেরাং ছবিতেও অভিনয় করেছেন আয়েশা। নাচের রিয়ালিটি শো-দিয়ে লাইম লাইটে উঠে এসেছিলেন খুদে আয়েশা। পরবর্তীতে ‘লাবণ্যর সংসার’, ‘খনা’র মতো সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী। আর এবার তাকে উকিলের চরিত্রে দেখা যাবে অনুরাগের ছোঁয়াতে। তবে অভিনেত্রীর কামব্যাক নিয়ে উত্তেজিত অনুরাগীরা।

তবে জানা গেছে, এই খলচরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মিশকা খুনের অভিযোগ এনেছে সূর্যের বিরুদ্ধে। এর জন্য গ্রেফতার হয়েছে সূর্য। আমাকে দেখা যাবে নায়কের বিরুদ্ধে। অর্থাৎ মিশকার উকিলের চরিত্রে দেখা যাবে। আমায় যেখানে ষড়যন্ত্র আরো অনেক জটিল হবে। বলা যেতে পারে এই চরিত্রটাও নেতিবাচক।

এদিকে নতুন কাজ পেয়ে দারুন খুশি অভিনেত্রী। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘অনেকদিন পর মেগায় কামব্যাক করছি, আমি খুব হ্যাপি। কারণ মাঝে ডিপ্রেশনের মধ্যে দিয়েও যাচ্ছিলাম। নিজের জায়গায় ফিরে ভালো লাগছে। মেগা সিরিয়ালটা আমার বাপের বাড়ি, আর সিনেমার কাজটা আমি শ্বশুরবাড়ি বলি। এতদিন পর আমি বাপের বাড়িতে ফিরে অক্সিজেন পাচ্ছি’।

প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘ আট মাস পর আবার অভিনয় জগতে ফিরেছে আয়েশা। প্রায় কয়েকমাস তিনি বাড়িতেই বসে ছিলেন। কাজ না পাওয়াতে তিনি যে বেশ কয়েকদিন অবসাদে ছিলেন সেই কথাও তিনি তার অনুরাগীদের জানিয়েছিলেন। তবে এবার কাজ পাওয়াতে বেজায় খুশি অভিনেত্রী। যদিও তার এই চরিত্রটা খুব বেশী দিনের নয়। অভিনয়ের পাশাপাশিও অভিনেত্রীর রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল।

Latest articles

Related articles

spot_img