চা আমাদের নিত্য সঙ্গী।চা বানানোর পর অবশিষ্ট চা পাতা সবাই ফেলে দিয়ে থাকি।অনেকেই জানি না এটি খুব সহজে রান্নাঘরেরও গাছ বেড়ে ওঠার কাজে ব্যবহার করা যায় ।
রান্না থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন এই ফেলে দেওয়া চা পাতা ব্যবহার করা যেতে পারে। জেনে নেওয়া যাক কী ভাবে –
সালাদে ব্যবহার করতে পারেন
এটি শুনে অদ্ভুদ লাগতে পারে কিন্তু জাপানিরা সালাদের সাথে চা পাতা মিশিয়ে খায় ।তবে দিনের দিনের চা পাতা খেতে পারেন ।ভেজা বা শুকনো দুই ভাবেই চা পাতা ব্যবহার করতে পারি ।
কাঠের জিনিস পরিষ্কার করতে পারেন
চায়ের টি ব্যাগ দিয়ে কাঠের জিনিস পরিষ্কার করা যেতে পারে। জলের মধ্য়ে ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিন। তারপর তা দিয়ে কাঠের জিনিস মুছুন।দেখবেন পুরু পরিষ্কার হয়ে গেছে ।
আচারে ব্যবহার করতে পারেন
চা পাতা একটি দুর্দান্ত পিকিং এজেন্ট হিসাবে কাজ করে ।চা পাতা ,তেল ,লেবুর রস এবং লবন একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে কয়েকদিন রেখে দিন তৈরী হয়ে যাবে সুস্বাধু আচার।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারে
ফ্রিজে বিভিন্ন খাবার রাখার ফলে অনেক সময় দুর্গন্ধ দেখা দেয় ।চা পাতার সাহায্যে খুব সহজে এটি থেকে উদ্ধার পেতে পারেন ।অবশিষ্ট চা পাতা গুলো শুকিয়ে নিন এবং সেগুলো একটি কাপড়ে রাখুন ।খাবারের গন্ধ দূর করতে এটি আপনার ফ্রিজে রাখুন ।