ঠোঁটে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী রাখার টিপস

মেয়েদের সাথে লিপস্টিক ওতোপ্রতো ভাবে জড়িত । সামান্য সাজেতেও লিপস্টিক জুরুরি । আর বিয়ে বাড়িতে জামার সাথে ম্যাচ করে নানান রঙের লিপস্টিক পড়া হচ্ছে । কিন্তু একটা সম্যসা হচ্ছে লিপস্টিক ঠোঁটে বেশিক্ষণ থাকা নিয়ে । আর বার বার তো কোথাও গিয়ে লিপস্টিক পড়া যায় না । এই বার বার লিপ্সটিক পড়া থেকে রেহাই পেতে ও বেশিক্ষণ যাতে লিপস্টিক ঠোঁটে থাকে তার কিছু টিপস

১.ঠোঁটে লিপস্টিক অনেকক্ষন রাখার রাখার জন্য ক্রিম ভিত্তিক প্রাইমার ব্যবহার করতে হবে। এটাই রঙকে দীর্ঘক্ষণ ধরে রাখবে। লিপ টিন্ট ব্যবহারের আগে লিপ বাম লাগানো চলবে না। এটা ঠোঁটের আভা ত্বকে প্রকাশ করতে দেয় না। লাগানোর পর ঠোঁটে জিভ বোলালে চলবে না। পিগমেন্ট তৈরি করতে এক বা দুটি স্তর সোয়াইপ করা যায়।

২. লিপস্টিক লাগানোর পর একটা টিসু দিয়ে ঠোঁটটা আলতো করে টিপে ধরতে হবে ফলে অতিরিক্ত লিপস্টিক উঠে গিয়ে ঠোঁটে পরিমান মতো লিপস্টিক ও থাকবে আর স্থায়ী ও থাকবে ।

৩.লিপস্টিক দেওয়ার পর ঠোঁটে হালকা করে পাউডার দিয়ে ঝেড়ে ফেলুন দেখবেন লিপস্টিক অনেক্ষন থাকবে ।

৪. লিপস্টিক লাগানোর পর ঠোঁট এর চামড়া উঠে বাজে দেখায় তবে লিপস্টিক লাগানোর আগে ময়েশ্চার হিসাবে ভেসলিন লাগিয়ে নিন । দেখবেন লিপস্টিক লাগানোর পর ঠোঁট টি দেখতে ভালো লাগছে ।

Latest articles

Related articles