শীতের বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে! বাড়ছে তাপমাত্রা, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

আপাতত শীতের ইতি বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছে যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একদিনে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রাতের তাপমাত্রা, তাও প্রায় ৪ ডিগ্রি মতো। এদিকে, মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকল শহর। শহরের দ্রিশ্যমানতা নেমে এসেছে ৪০০ মিটারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিন তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়তে পারে। দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গে। ১০ তারিখে একটু তাপমাত্রা কমার সম্ভবনা থাকছে। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা অনেকটাই বাড়বে।

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৭৪ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৪মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৮মিনিট

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তাপমাত্রা বাড়লেও আগামী ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি, এমনকি কোথাও কোথাও বেশ ভারী কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার কারণে আকাশ মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হয়ে রোদ উঠবে। দিনের বেলায় কলকাতা শহরে শীতের কোন আভাস পরিলক্ষিত হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে খানিকটা কম থাকবে। এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও আগামী ৩-৪ দিন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই উইকেন্ডে গিয়ে তাপমাত্রার খানিকটা পতন ঘটবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকলেও, উত্তরবঙ্গ থেকেও শীত কার্যত বিদায় নিয়েছে বলা চলে। এই সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও তেমন কোন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ১-২ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। আজ উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আগামীকালের আবহাওয়া

আগামীকালের তাপমাত্রা আজকের থেকেও খানিকটা বৃদ্ধি পাবে। দিনের বেলা শহরের উপর ফ্যান চালাতে হতে পারে। তবে সন্ধ্যে নামলে সামান্য শীতের আমেজ লক্ষ্য করা যাবে। বাংলা থেকে শীতের বিদায় নিলেও সপ্তাহের শেষে গিয়ে শুক্র, শনিবার তুলনামূলকভাবে সামান্য পারা পতন ঘটবে। এই সপ্তাহে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু গোটা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে সারা বাংলায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।

Latest articles

Related articles