একরত্তি ছেলে কেশবকে কোলে নিয়ে মিষ্টি সুরে গান শোনাচ্ছে টলিউড অভিনেত্রী মধুবনী, ভাইরাল ভিডিও

ছেলেকে কোলে নিয়ে একমনে গান গাইছেন মধুবনী, এমন‌ই একটি মিষ্টি মুহুর্ত ক্যামেরাবন্দী করলেন রাজা গোস্বামী এবং ছড়িয়ে দিলেন অগুনতি,

অনুরাগীদের মধ্যে। ২০২১ সাল, করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত গোটা দেশ। তেমন‌ই ঘোর করোনা মরশুমে মধুবনীর কোল আলো করে,

এসেছিল তাদের প্রথম পুত্রসন্তান। ভীষণ ঈশ্বরবিশ্বাসী মধুবনী। বিশেষ করে কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হ‌ওয়ার দরুন ছেলের নাম রেখেছিলেন কেশব।

কেশব হ‌ওয়ার বহু আগে থেকেই পর্দায় কাজ করা বন্ধ করে দিয়েছিলেন মধুবনী। ছেলের বয়স এখন দেড় হতে যায়, তবুও পাকাপাকিভাবে পর্দায় ফেরার কোনো খবর নেই। মধুবনী নিজের সমস্ত ধ্যান দিতে চায় নিজের পরিবার এবং সন্তানকেই। যদিও শুধু হাউজ‌ওয়াইফ নন অভিনেত্রী রয়েছে একটি হেয়ারস্টাইলিং স্যালোঁও।প্রসঙ্গত, কেশব হ‌ওয়ার বেশ কিছু মাস পর্যন্ত স্যোশাল মিডিয়ায় মুখ দেখাননি ছেলের। তবে এখন কেশব হাঁটতে, খেলতে, কথা বলতে সব‌ই পারে। আর তাই স্যোশাল স্টার হতেও বেশী সময় লাগেনি তাঁর। একটি ইউটিউব চ্যানেল রয়েছে মধুবনীর।

যেখানে নিত্যদিনের কাজকর্ম ভ্লগের আকারে পোস্ট করে থাকেন রাজা ও মধুবনী উভয়েই। ছোট্ট কেশবের মুখেভাত থেকে তাঁর প্রথম হাঁটা সব‌ই রেকর্ডেড রয়েছে সেখানে। সঙ্গে রয়েছে প্রচুর খাওয়াদাওয়ার ভিডিও। সেখানকার‌ই একটি ভিডিওতে কোলে কেশবকে নিয়ে ঠাকুরের নাম করতে দেখা যাচ্ছিল মধুবনীকে। ছোট্ট কেশব‌ও মায়ের কোলে চুপটি করে শুনে গান শুনছিল। গান শুনতে শুনতে কখন কেশব ঘুমিয়ে পড়েছে তার খেয়াল‌ও ছিল না মধুবনীর, এতটাই মগ্ন হয়ে গিয়েছিল সে। ভিডিওটিতে বেশ কিছু কথাও শেয়ার করতে দেখা গিয়েছিল মধুবনীকে। এখন‌ও পর্যন্ত প্রায় ১৫ হাজারের‌ও বেশী মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রচুর মানুষ, মধুবনীর কন্ঠের প্রশংসা করতে দেখা গিয়েছে বেশ কিছু নেটিজেনকে।

Latest articles

Related articles