তলানিতে টিআরপি , কাজেই চ্যানেলের যাতে লোকসান না হয় তার জন্য একের পর এক সিরিয়াল বন্ধ করে চলেছে জি বাংলা এবং স্টার জলসা। এর আগেও এই দুই চ্যানেল একাধিক নতুন সিরিয়াল -কে মাঝপথেই বন্ধ করে দিয়েছে। টিআরপি কম থাকলে গল্প অসমাপ্ত রেখে মাত্র দুই-তিন মাসেও বন্ধ হয়েছে একের পর এক বাংলা সিরিয়াল। এবার জি বাংলার আরও একটি সিরিয়ালের সঙ্গে ঘটছে তেমনই ঘটনা।
এই মুহূর্তে টিআরপি তালিকাতে কার্যত স্টার জলসাকে টেক্কা দিয়ে এগিয়ে আছে জি বাংলা। কিন্তু তাতেও দেখা যাচ্ছে জি বাংলার কিছু কিছু সিরিয়ালের রেটিং খুবই কম। এই তালিকাতে এখন রয়েছে খেলনা বাড়ি , মুকুট , ইচ্ছে পুতুল , গৌরী এল। টিআরপি যদি এমনই কম থাকে তাহলে একে একে বন্ধ হয়ে যাবে এই সিরিয়ালগুলিও। এবার যেমন বিদায় ঘন্টা বেজে গেল মুকুটে।
স্টার জলসাতে ‘মাধবীলতা’ সিরিয়ালে ভরাডুবি হওয়ার পর শ্রাবণী ভূঁইয়ার নতুন এই সিরিয়ালটিকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন ভক্তরা। কিন্তু মুকুট শ্রাবণীর কপালের শিকে ছিঁড়তে পারলো না। এই সিরিয়ালটিও মাত্র চার মাসের মাথাতে বন্ধ করে দেওয়া হচ্ছে টিআরপির অভাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই তোমার খোলা হাওয়া সিরিয়াল বন্ধের খবর মিলেছিল। এবার বন্ধ হওয়ার পালা মুকুটের।
গত কয়েক মাসে বালিঝড়, মেয়ে বেলা, সোহাগ জলের মত একাধিক সিরিয়াল বন্ধ হয়ে যেতে দেখেছেন দর্শকরা। আগে যেখানে এক একটি সিরিয়াল তিন থেকে চার বছর পর্যন্ত অনায়াসে চলত, সেখানে এখন তিন-চার মাসেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। সেই তালিকাতে এবার মুকুটের নামটাও জুড়ে গেল। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বিপরীতে শুরু হয়েছিল এই সিরিয়ালটি। কিন্তু সূর্য-দীপার বিপরীতে মুকুট হালে পানি পায়নি।
অনুরাগের ছোঁয়ার বিপরীতে টিকে উঠতে না পারার কারণে মুকুটের স্লট বদলে দেওয়া হয়। তবে এরপর যখন মুকুটকে স্টার জলসার হরগৌরী পাইস হোটেলের বিপরীতে দেওয়া হয় তখনও দুর্ভাগ্যবশত চড়চড় করে বাড়তে থাকে ওই সিরিয়ালের টিআরপি। স্লট বদলেও কার্যত লাভ হয়নি। দর্শকরা এই সিরিয়ালটিকে সেভাবে দেখছেন না। অতএব এবার বন্ধ হতে চলেছে জি বাংলার এই সিরিয়াল।
এই বছরের মার্চ-এপ্রিল মাসেই শুরু হয়েছিল মুকুটের পথ চলা। গল্পটা অনেকটা জি বাংলার টপার জগদ্ধাত্রী সিরিয়ালের মত। যেখানে নায়িকা লুকিয়ে মা কালীর বেশে দুষ্টের দমন করে। কিন্তু মুকুট সেভাবে দর্শকদের মন ছুঁয়ে যেতে পারেনি। যতদূর জানা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহেই মুকুট সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে।