বাবার ওপর মেয়ের অত্যাচার কথা বর্তমানে কমবেশি প্রায় শোনা যায় ।এই রকমই এক ভিন্ন ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়ায় ।বাবা মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো ।জানাজানি হওয়ার পর অভিযুক্তকে পুলিশে ধরে নিয়ে যায় ।
উত্তরপাড়ার বাসিন্দা ১৭ বছরের নাবালিকার ওপরে কয়েক বছর ধরে নির্যাতন করছে তার বাবা ।মেয়ে জানিয়েছে তার মায়ের সাথে বাবার ৪ বছর হয়েছে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে তার পর থেকেই মদ্যপ অবস্থায় এসে মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো ।রবিবার নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে মেয়েটি প্রতিবেশীর বাড়ি চলে যায় ।তাদের জানায় তাকে তার বাবা বার্থরুমে আটকে রেখে দেয় ঠিক মতো খেতেও দেয় না ।মেয়ের মাসি জানিয়েছেন দিদি এ বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই মেয়ের ওপর অত্যাচার করে।
প্রতিবেশীরা বাবার নামে উত্তরপাড়া থানায় অভিযোগ করে।মেয়ে এও জানায় বাবা তাকে পড়াশোনা করতে দিতো না ,মেয়েটির সমস্ত কথা শুনে চাইল্ড লাইন কল করা হয় ।সমস্ত জানার পর তারা তাদের আসস্থ করেন ।মেয়েটি বর্তমানে মাসির কাছে আছে ।
নাবালিকার বাবা অবশ্য এ বিষয়ে কিছু বলেননি ,উল্টে তিনি বলেন তার মেয়ে তাকে ২ বছর আগে ১০টি ঘুমের বড়ি খেয়ে দিয়েছিলো ।মেয়ে নাকি সব মিথ্যে বলছে ।নির্যাতন এর প্রসঙ্গ তুললে তিনি বলেন -তিনি অধ্যাতিকের সন্ধানে আছেন ,তিনি সাধক একজন ।