‘আমরা ফিরবই’, প্যারিসে পৌঁছনোর আগেই বার্তা এমবাপের

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়া এখনও সপ্তাহ পেরোয়নি আর এর মধ্যেই আবার ফিরে আসার জন্য প্রতিজ্ঞা বদ্ধ হলেন এমবাপে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে তিনি ভেবেছিলেন দল ঠিক চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেটা শেষ পর্যন্ত হতে দেয়নি আর্জেন্টিনা।

২৩ বছরের ফরাসি তারকা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হ্যাটট্রিক করেও মাথা নীচু করে মাঠ ছেড়েছেন। ম্যাচ থেকে সম্পূর্ণ হারিয়ে যাওয়া ফ্রান্সকে ফিরিয়ে এনেছিলেন তিনিই। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে পরপর দু’টো গোল দিয়ে দলকে গভীর খাদ থেকে টেনে তোলেন এমবাপেই। ম্যাচের পর থেকে বাক্যহারা হয়ে গিয়েছিলেন ফরাসি তারকা।

‘ফিরে আসবই’, ফাইনালের হার সামলে বার্তা এমবাপের

সত্যিই তো কিছু বলার ছিল না তাঁর। সতীর্থদের পাশাপাশি তাঁকে সান্ত্বনা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফিফা সভাপতি ইনফ্যান্টিনো এবং কাতারের এমির। তবে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। নিজেকে নিংড়ে দেওয়ার পরও টাইব্রেকারে হার মানতে পারছিলেন না। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পরের দিন সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন।

‘ফিরে আসবই’, ফাইনালের হার সামলে বার্তা এমবাপের

মাত্র কয়েকটা শব্দে নিজের মনোভাব বুঝিয়ে দেন তিনি। এমবাপে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আমরা ফিরে আসবই”। এই শব্দগুলো পোস্ট করার পাশাপাশি ইমোজিতে দিয়েছেন প্রার্থনার সঙ্গে ফ্রান্সের পতাকা।

‘ফিরে আসবই’, ফাইনালের হার সামলে বার্তা এমবাপের

ফুটবল মহল মনে করছে, এমবাপের সামনে কম করে আরও তিনবার বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী মেসি শেষ করে ফেললেন বিশ্বকাপ অভিযান। তাই বলা যায় এমবাপের এই প্রতিজ্ঞা ফলপ্রসূ হতে বাধ্য।

Latest articles

Related articles