হিন্দু মতে বিয়ের পর মণ্ডপে নাতাশার সঙ্গে হার্তিক কি করলো!

পুনরায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন একই দম্পতি হার্তিক ও নাতাশা ।২বছর আগে তারা খিস্টান মতে বিবাহ সারে।তার কিছুদিনের মধ্যেই তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করে ।সেই সময় বিয়ে ধুমধাম করে না করে আবারো বিয়ে করলেন ছেলে কোলে ।তবে এবারে ২রীতি মেনে হিন্দু ও খৃস্টান মতে বিয়ে করেন।

১৪ফেব্রুয়ারিউদয়পুরে বিবাহ করেন এই দম্পতি ।ভালোবাসার দিনে আবার পুরানো শপথ ঝালিয়ে নিলেন হার্তিক পান্ডে তবে সঙ্গে ছিল তাদের পুত্র ।নাতাশা পড়েছেন লেহেঙ্গা আর হার্তিক পড়েছেন অফ হোয়াইট রঙের শেরওয়ানি ।

বিয়ের মণ্ডপে নাচতে নাচতে বউয়ের গলায় মালা পরিয়ে দিলেন ।তারপর নাতাশার ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার চুম্বন দিয়ে ভরিয়ে দিলেন নাতাশাকে ।সেই ভিডিও নিমিষেই ছড়িয়ে পরে ।

Latest articles

Related articles