সমানেই আসছে মাঘী পূর্ণিমা।ধর্মীয় বিশ্বাস অনুসারে ,মাঘ পূর্ণিমা ২৭ টি নক্ষত্রদের মধ্যে একটি থেকে উদ্ভুত হয়েছে ।এই দিনে গঙ্গা স্নান করে দান করলে পুন্য অর্জন লাভ করে ।
মাঘী পূর্ণিমার হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে ।অন্যান্য সমস্ত পূর্ণিমার তারিখগুলির মধ্যে এটি একটি বিশেষ স্থানে রয়েছে ।বিসসাস করা হয় এই দিনে পবিত্র নদীতে বিশ্বাস নিয়ে ডুব দিলে ও তারপর দান করলে পুন্য লাভ হয় ।মাঘ পূর্ণিমার তিথি ,শুভ সময় ও দানের গুরুত্ব ।
এবার মাঘ পূর্ণিমার স্নান ও দান ৫ ফ্রেবুয়ারী ২০২৩রবিবার ।মাঘ পূর্ণিমা শুরু হয় ৪ফ্রেবুয়ারী ৯.২৯,শেষ হবে ৫ফ্রেবুয়ারী রাত ১১.৫৮ সময় ।
এই গঙ্গা স্নান নিয়ে জানা গেছে ,মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অধিষ্টান করেন ।মাঘ মাসে পূর্ণিমায় ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অধিষ্টান করেন ,তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে ।