মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করার পর কী কী কাজ করলে?আপনি ধনী মনের ব্যাক্তি হতে পারে

সমানেই আসছে মাঘী পূর্ণিমা।ধর্মীয় বিশ্বাস অনুসারে ,মাঘ পূর্ণিমা ২৭ টি নক্ষত্রদের মধ্যে একটি থেকে উদ্ভুত হয়েছে ।এই দিনে গঙ্গা স্নান করে দান করলে পুন্য অর্জন লাভ করে ।

মাঘী পূর্ণিমার হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে ।অন্যান্য সমস্ত পূর্ণিমার তারিখগুলির মধ্যে এটি একটি বিশেষ স্থানে রয়েছে ।বিসসাস করা হয় এই দিনে পবিত্র নদীতে বিশ্বাস নিয়ে ডুব দিলে ও তারপর দান করলে পুন্য লাভ হয় ।মাঘ পূর্ণিমার তিথি ,শুভ সময় ও দানের গুরুত্ব ।

এবার মাঘ পূর্ণিমার স্নান ও দান ৫ ফ্রেবুয়ারী ২০২৩রবিবার ।মাঘ পূর্ণিমা শুরু হয় ৪ফ্রেবুয়ারী ৯.২৯,শেষ হবে ৫ফ্রেবুয়ারী রাত ১১.৫৮ সময় ।

এই গঙ্গা স্নান নিয়ে জানা গেছে ,মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অধিষ্টান করেন ।মাঘ মাসে পূর্ণিমায় ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অধিষ্টান করেন ,তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে ।

Latest articles

Related articles