মুকেশ আম্বানি বৌমার লেঙ্গার দাম কত ?

১১লক্ষ টাকার লেহেঙ্গা পরে বিয়ে হলো রাধিকা ।মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাধিকা মার্চেন্ট । রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে বিবাহ কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে (Anant Ambani) সঙ্গে রাধিকা (Radhika Merc সোশ্যালে শুভেচ্ছার বন্যা |

কে এই রাধিকা ?জানা গেছে নামিদামি ব্যাবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে ।রাধিকা বাবার একটি মাত্র মেয়ে ।বর্তমানে রাধিকা নিজেই বাবার ব্যাবসা সামলায় ।রাধিকা শুধু মাত্র একজন সুপ্রতিষ্ঠ ব্যাবসায়ী নয় সেই সঙ্গে নানান গুনে গুণনিত ।পড়াশোনা যেমন ভালো তেমনি নাচেও ।রাধিকা ভীষণ স্টাইলিস ,জামা কাপড় সম্পর্কে তার আলাদা জ্ঞান আছে ।যে লেহেঙ্গা পরে বাগদান সম্পূর্ণ করেছেন সেটি আমেরিকার দুজন ডিজাইনার মিলে তৈরী করেছেন ,এই লেহেঙ্গার দাম পড়েছে ১১লক্ষ টাকা ।

মুকেশ আম্বানি তার বড় বৌমাকে ৩০০ কোটি টাকার হার দিয়ে বরন করেছিলেন ।অবশ্য ছোট বৌমাকেও দিয়েছেন তার অধিক মূল্যের হার ।

বাগদানের দিন রাধিকা একের অধিক লেহেঙ্গা পড়েছেন ।বাগদানের পর রাধিকা সবার সাথে কোলাকুলি ও সকলের কাছ থেকে আশীর্বাদ নেয় হাসিমুখে ।

Latest articles

Related articles