মানুষের ধারণা মানুষের শরীরে বিভিন্ন জায়গায় থাকা তিল ভিন্ন মানে বহন করে । শরীরের নানান জায়গায় থাকা তিল শুভ আবার অশুভ হতে পারে । তিল নিয়ে যারা বেশি জানেন তারা বলেন ,তিলের আয়তন ,রং, কেশময়তা ও আকারের ওপর নির্ভর করে এ সমস্ত বিষয় । তবে এ বিষয়ে আর একটু গভীর ভাবে জেনে নেওয়া যাক
ডান কানে তিল :ডান কানে তিল থাকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং নিয়মতান্ত্রিক অভ্যস্ত জীবন যাপন করেন । বাম কানে তিল থাকলে তারা দায়িত্বজ্ঞানহীন হয় ।
চোখে তিল : যে নারীর চোখের মণিতে তিল থাকে, তাঁরা ভাবুক হন এবং সৃষ্টিশীল হন। ডান চোখের মণিতে তিল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিচারধারা উচ্চমার্গের হয়।
ভ্রুতে তিল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারুর যদি ভ্রুর মাঝখানে তিল থাকে, তাহলে তাকে খুব সৌভাগ্যবান বলে মনে করা হয়। ভ্রুর মাঝখানে তিল থাকলে নাকি টাকা-পয়সার অভাব হয় না।
ঘাড়ে তিল: যাদের ঘাড়ে তিল রয়েছে তারা অন্যদের থেকে অনেক বেশি ধৈর্য্যশীল, এমনই দাবি জ্যোতিষশাস্ত্র। এই মহিলারা পরিবারের সদস্যদের জন্যও ভাগ্যবান মনে করা হয়।
কাঁধে তিল : শাস্ত্র মতে মনে করা হয় যে কাঁধে যদি তিল থাকে, তাহলে সেই ব্যক্তিরা বড়সড় কোনও সংকল্প নিতে পারেন। এমন ব্যক্তিরা ভবিষ্যতে বড়সড় কোন পদে অধীন হন, জীবনে দশের হিতে কোনও বড় কাজ করতে পারেন।
কোমরে তিল : কোমরের বাঁ দিকে তিল থাকলে ব্যক্তি অনেক বেশি খরচা করতে পারেন। এঁরা খরুচে হন। তবে এঁদের আয়ের পরিমাণও শেষ হয় না। দানেই এঁরা বহু পূণ্য লাভ করেন।