বিজেপি থেকে কে হবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী? সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নরেন্দ্র মোদির পর কে হবেন বিজেপির মুখ? প্রধানমন্ত্রীর আসনেই বা নমোর উত্তরসূরি কে? আজ তকের ‘মুড অফ দ্য নেশন’ (Mood of the Nation) সমীক্ষায় বর্তমান এনডিএ সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে মত দিয়েছে গোটা দেশের মানুষ। কী বলছে মানুষ? তা জানার চেষ্টা করা হয় এই সমীক্ষায়। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমজনতা কাকে দেখতে চায়? এই প্রশ্নের উত্তরই পাওয়া গেল এই সমীক্ষায়।

কাকে মানুষ দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে? নরেন্দ্র মোদিকেই আবারও ক্ষমতায় দেখতে চান ৫২ শতাংশ মানুষ। ১৪ শতাংশ মানুষ চাইছেন প্রধানমন্ত্রী হোন রাহুল গান্ধী। ৫ শতাংশ মানুষ চান অরবিন্দ কেজরিওয়ালকে। ৩ শতাংশ মানুষ অমিত শাহের নাম তুলে এনেছেন প্রধানমন্ত্রী হিসাবে। বিজেপির মধ্যে ২৬ শতাংশ অমিত শাহ, ২৫ শতাংশ যোগী আদিত্যনাথ, ১৬ শতাংশ নীতিন গড়করি, ৬ শতাংশ রাজনাথ সিংয়ের নাম বলেছেন।

নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীর মধ্যে কাকে যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে দেখেন মানুষ? এই প্রশ্নের জবাবে ৫২ শতাংশ মানুষ নরেন্দ্র মোদি এবং ১৪ শতাংশ মানুষ রাহুল গান্ধীর নাম উল্লেখ করেন। ভারতের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের জবাবে ৪৭ শতাংশ নরেন্দ্র মোদীর পক্ষে, ১৬ শতাংশ অটল বিহারী বাজপেয়ীর, ১২ শতাংশ ইন্দিরা গান্ধীর এবং ৮ শতাংশ মনমোহন সিংয়ের নাম বলেছেন।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কে? এই প্রশ্নের জবাবে ৩৯ শতাংশ মানুষ যোগী আদিত্যনাথকে, ১৬ শতাংশ মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে, ৭ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ৭ শতাংশ মানুষ এম কে স্ট্যালিনকে সেরা জানিয়েছেন। বর্তমান কেন্দ্র সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার প্রশ্নে ২৫ শতাংশ মানুষ মূল্যবৃদ্ধিকেই দায়ী করেছেন। বেকারত্ব ১৭% বলেছেন। কোভিড -১৯ মোকাবিলা ৮% ও অর্থনৈতিক উন্নয়ন ৬% বলে জানিয়েছেন।

Latest articles

Related articles