আমরা সবাই ঘড়ি পড়ি ,হাতে ফোন থাকলেও ঘড়ি পড়ি ।বর্তমানে ঘড়ি একটা ফ্যাশানাবেল হয়ে দাঁড়িয়েছে । তবে ঘড়ি কোন হাতে পড়া উচিত ? আর কেনই বা বাম হাতে ঘড়ি পরবো ? আচ্ছা এই ঘড়ি কোথা থেকে এসেছে আর কবেই বা এর ব্যবহার চালু হয়েছে ? এসব কিছু জানতে হলে অতীতের ইতিহাসের কথা জনাতে হবে । ইতিহাস ঘাঁটলে দেখা যায় যখন ছোট ঘড়ির জন্ম হয়েছিল, তখন বেশিরভাগই তা পকেটে রাখতেন। এ জন্য পকেট ঘড়ির চল সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কবজিতেও যে ঘড়ি পরা যেতে পারে, সে বিষয়ে কারও সে সময় কোনও ধারণা ছিল না।
তবে বোর যুদ্ধের সময় একদল সৈনিক চামড়ার স্ট্র্যাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করে। তাদের মূল লক্ষ্য ছিল মিলিটারি অপারেশনের প্রতি মিনিটকে নথিবদ্ধ করা। আর এমনটা করতে গেলে বারে বারে পকেট থেকে ঘড়ি বের করা ছিল বেজায় মুশকিলের কাজ।
আর এ জন্যই সে সময় থেকে শুরু হয়েছিল কবজিতে ঘড়ি পরা। তবে তখনও তা আম জনতার মধ্যে সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি।
মূলত আমরা বেশির ভাগ মানুষই ডান হাতে কাজ করি । আর দেন হাতে কাজ করা অবস্থায় ডান হাতে ঘড়ি দেখাটা একটু অস্বস্তির মধ্যে পরে ।তাই ডান হাতে ঘড়ি পরে ।
এছাড়াও ধরুন আপনার ডান হাতে অনেক বই আছে আর সেই সময় কেও আপনাকে কোটা বাজে বলতে বললো ,সেই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কোটা বাজে ?না পারবেন না, সেই সময় বলতে গেলে আপনার সব বই পরে যাবে । তাই কাজের সুবিধার্তে জন্য দেন হাতে ঘড়ি পরে। বর্তমানে মানুষ ফ্যাশন সম্পর্কে সচেতন হওয়ায় ও নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়াই কেও কেও আবার বাম হাতেও ঘড়ি পরে ।