দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি রোহিত দিল্লি যাওয়ার জন্য রওনা হয়। আর ঠিক তখনই টিভির পর্দায় দেখানো হয় ন্যাশনাল বক্সিং খেলার জন্য বাংলা থেকে ফুলকিকে বাছাই করা হয়েছে। আর এটা জানার পর তো সবাই ভীষণ খুশি হয়ে যায়। প্রত্যেকে ফুলকিকে নিয়ে মাতামাতি শুরু করে দেয়।
এটা জানতে পেরে তো শালিনী ভীষণই রেগে যায়। সবকিছু ভাঙচুর করতে শুরু করে। নিজের রাগ কন্ট্রোল করতে পারেনা সে। এরপর রুদ্র এসে শালিনীর সঙ্গে প্ল্যান করতে থাকে ফুলকিকে যেভাবেই হোক তাদের রাস্তা থেকে সরাতে হবে। কারণ তাতে শালিনী আর রুদ্র দুজনেরই মঙ্গল। তাই জন্য রুদ্র শালিনী মিলে ঠিক করে শালিনী ফুলকিকে সরাসরি চ্যালেঞ্জ করবে বক্সিংয়ের জন্য। আর সেখানে ফুলকির বড় সর্বনাশ করবে তারা।
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পরের দিন টিভিতে দেখানো হয় ফুলকির দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শালিনী। আর সেটা দেখেই ভয় পেয়ে গিয়েছে ফুলকি। আসলে শালিনী অনেক বড় একজন খেলোয়াড় তার সামনে ফুলকি খেলতে ভয় পাচ্ছে। কিন্তু রোহিত জানিয়ে দেয় যে এই চ্যালেঞ্জ নেবে ফুলকি। ফুলকি রোহিতকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই মানতে চায় না। এরপরে রোহিত নিউজ চ্যানেলকে জানিয়ে দেয় ফুলকি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে শালিনীর চ্যালেঞ্জ নেবে।
এরপরই দেখা যায় পরের দিন প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। কিন্তু ফুলকি ভয় পাচ্ছে ভীষণ। তাই জন্য সে ছুটে যায় মা কালীর কাছে। এদিকে বাড়িতে ফুলকিকে কেউ দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। সবাই ভাবে ফুলকি হয়তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। এদিকে নিউজ রিপোর্টারা হাজির হয়েছে। এবারে শুধু দেখার অপেক্ষায় এই চ্যালেঞ্জে কে যেতে।