মহিলাদের মিলবে ১৫ হাজার টাকা! বড়ো উপহার নিয়ে এলো মোদি সরকার

ভারতীয় মহিলাদের জন্য রয়েছে একটি দারুন খবর। যেকোনো মহিলা যদি ২ লক্ষ টাকা জমাতে পারে তাহলে তাদের জন্য অনেক বেশি সুদের ঘোষণা করেছেন মোদী সরকার এই বাজেটে। আর এই নতুন স্কিমটির নাম মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট। এতে ২ বছরের মধ্যে দু লক্ষ টাকা জমা করা যাবে।

মূলত এই দেশের মহিলাদের স্বনির্ভর করার জন্যই এই প্রকল্পের কথা বলা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্কিমটির সুবিধা নেওয়া যাবে। যত দূর জানা যাচ্ছে, যে স্কিমটি মহিলাদের সুরক্ষার জন্য বানানো হয়েছে তাতে ২০২৫ সালের মধ্যে ২ লক্ষ টাকা সঞ্চয় করতে হবে। আর এতে সেই মহিলা ৭.৫ শতাংশ সুদ পাবে। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে দুটো খুব ভালো সুবিধা রয়েছে।

  1. এই স্কিমে টাকা জমালে কোনো কর দিতে হবে না।
  2. এই স্কিমে টাকা তোলাও যেতে পারে। তবে অবশ্যই ২ লক্ষ টাকাই থাকতে হবে। তার বেশি জমানো যাবে না। আসুন এবার প্রসেস গুলো জেনে নেওয়া যাক।

এই স্কিমে নথিভুক্ত করতে পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে গিয়ে জরুরি নথি পত্র জমা দিতে হবে। অনলাইনেও এই আবেদন করা যাবে। যে সকল মহিলারা এই মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট একাউন্টে টাকা জমাতে চান তাদের অবশ্যই আধার কার্ড ও প্যান কার্ড থাকতে হবে। এবং এই দুটি কার্ডে নামের বানান একই থাকতে হবে।

এছাড়াও অবশ্যই একটি সচল মোবাইল ফোনের নম্বর দিতে হবে যাতে ওয়ান টাইম ওটিপি যাবে। এছাড়াও দিতে হবে ই-মেল আইডি। আর অবশ্যই ২০২৫ সালের মধ্যেই ২ লক্ষ টাকা জমা করতে হবে। তার বেশিও না কম ও না। তাহলে পুরোপুরি ৭.৫ শতাংশ হারে সুদ মিলবে না।

Latest articles

Related articles