Youtuber Amit Mondal : মর্মান্তিক পথ দুর্ঘটনা, বিশেষভাবে সক্ষম অমিত মণ্ডলের মৃত্যু

প্রয়াত বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডল (Youtuber Amit Mondal)। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন অমিত। তাঁকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ তাঁর ভক্তরা।

তাঁর শারীরিক প্রতিবন্ধকতা কোনওদিনই স্বপ্নের মাঝে বেড়া হয়ে দাঁড়ায়নি। অনলাইনে কনটেন্ট তৈরি করতে শুরু করেন তিনি। এরপর আর অমিতকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর ইউটিউভ চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০৭ হাজার। কীভাবে তাঁর মা তাঁকে লালন পালন করেছেন, কলেজের ফ্রেসারর্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিয়ো শেয়ার করতেন অমিত।

এই ভিডিয়োগুলিতে হাজার হাজার ভিউ ছিল। ধীরে ধীরে খ্যাতি চূড়ায় পৌঁছনোর লক্ষ্যে এগোচ্ছিলেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু, সেই খ্যাতি, বহু পরিশ্রমের ফসল উপভোগ করা হল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনার মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত মণ্ডল।

জানা গিয়েছে, স্কুটার দুর্ঘটনার ফলে গুরুতর জখম হন তিনি। এরপর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। ক্রমেই তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছিল। জানা গিয়েছে, SSKM-এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অমিতের বাড়ি ফ্রেজারগঞ্জের শিবপুর জংশনে। ছোট বেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছিল অমিতকে। পাশাপাশি দারিদ্রতার সঙ্গেও লড়াই করতে হয়েছিল অমিতকে। বাবা-মা সাফাইকর্মীর কাজ করতেন। তার উপর এসেছিল অমিতের দায়িত্ব। কিন্তু, পরিস্থিতির সঙ্গে লড়াই করেছিলেন অমিত। কষ্ট করে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাও। মাত্র ২২ বছরেই বাংলার অন্যতম কনটেন্ট ক্রিয়েটরের জায়গা দখল করে নেন তিনি। নামখানা কলেজে ভর্তিও হন এই তরুণ। সবমিলিয়ে অমিত ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছিল। কিন্তু, মাঝপথে হঠাৎ বিপত্তি। পথদুর্ঘটনায় প্রাণ গেল তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভক্তদের মধ্যে। অনেকেই সোশাল মিডিয়ায় শোকবার্তা পাঠিয়েছেন।

Latest articles

Related articles