সৃজিতের সাথে স্বস্তিকার প্রেম হওয়ার সত্ত্বেও! কেন স্ত্রী রূপে গ্রহণ করলেন না স্বস্তিকাকে পরিচালক?

সৃজিত মুখার্জী এবং স্বস্তিকা মুখার্জী দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। এছাড়া বাংলা সিনেমা দুনিয়াতে দুজনেই বেশ নামী তারকা। পরিচালক হিসেবে সৃজিত মুখার্জী এই মুহূর্তে টলিউড এর সেরা পরিচালকদের মধ্যে অন্যতম। আর স্বস্তিকা টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন চুটিয়ে। একটা সময় টলিউডের এই সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সৃজিত মুখার্জীর প্রেমের সম্পর্ক ছিল। কেন ভেঙেছিল সেই সম্পর্ক?

স্বস্তিকা খুব কম বয়সে বিয়ে করে তার জীবন মোটেই সুখময় ছিল না । ১৮ বছর বয়সে বিয়ে করে ১৯ বছর বয়সে এক কন্যা সন্তানের জন্ম দেন স্বস্তিকা। তার এক বছরের মাথাতেই প্রথম স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এরপর শুরু হয় স্বস্তিকার অভিনয় কেরিয়ার। এর মাঝে অবশ্য বেশ কয়েকজন সঙ্গে তার প্রেমের খবর শোনা গিয়েছে।

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর স্বস্তিকা আর বিয়ে করেননি। কিন্তু টলিউডের একাধিক তারকা অভিনেতা এবং পরিচালকের সঙ্গে তার নাম জড়িয়েছে। এদের মধ্যে অন্যতম ছিলেন সৃজিত। কারণ সৃজিত এবং স্বস্তিকার প্রেমের সম্পর্কটা নাকি বেশ সিরিয়াস পর্যায়ের ছিল। তবে বিয়ের আগেই ভেঙে যায় সেই সম্পর্ক। সেই কারণটা স্বস্তিকা ভক্তদেরও অজানা।

সৃজিত মুখার্জী এবং স্বস্তিকা মুখার্জী দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল তারা নাকি বিয়ে করবেন। কিন্তু ‘জাতিস্মর’ ছবির শুটিংয়ের সময় তাদের বিচ্ছেদের খবর মেলে। সম্পর্ক ভেঙে আলাদা হয়ে যান দুজনে। কিন্তু প্রেমের সম্পর্ক অতীত হলেও বন্ধুত্বটা কিন্তু দুজনের মধ্যে আজও অটুট রয়েছে। ব্রেকআপের পরেও সৃজিতের ছবিতে কাজ করেছেন স্বস্তিকা।

সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় থাকেন স্বস্তিকা মুখার্জী। বয়স ৪০ পেরিয়েছে, তাও মেয়ে ও মেয়ের প্রেমিকের সঙ্গে ডিনার ডেটেও যেতে দেখা যায় স্বস্তিকাকে। আর এছাড়া নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন স্বস্তিকা। তিনি হিন্দিতে বহু ওয়েব সিরিজের কাজ করেছেন।

স্বস্তিকা ভীষণ স্পষ্টবাদী মানুষ। সোশ্যাল মিডিয়াতে তাকে কিংবা তার মেয়েকে নিয়ে কটাক্ষ হলে সরাসরি কড়া জবাবে ধুয়ে দেন তিনি। প্রতিদিনই টলিউডে তিনি প্রায়শই চর্চার শীর্ষে থাকে ।

Latest articles

Related articles

spot_img