অবশেষে মিলবে গরমেরে হাত থেকে স্বস্তি , ঘনিয়েছে ঘূর্ণাবর্ত, আসছে ঝেঁপে বৃষ্টি|

গরমের জন্য মানুষ নাজেহাল হয়ে পড়ছে ,কি ভাবে শরীরীকে ঠান্ডা রাখবে বুজতে পারছে না । এক পশলা বৃষ্টির জন্য ছাতক পাখির মতো চেয়ে রয়েছে মানুষ জন ।

আগামী চারদিন বাংলার একাধিক জেলায় বইবে মারাত্মক লু। একইরকমের পরিস্থিতি থাকবে কর্নাটকেও। ওডিশায় আগামী ২৫ ও ২৬ এপ্রিল, উত্তর প্রদেশে ২৬ এপ্রিল, বিহারে ২৬ এপ্রিল পর্যন্ত এবং ঝাড়খণ্ডে ২৫ ও ২৬ এপ্রিল লু বইবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এই সময়ের মধ্যেই।

মঙ্গলবার মৌসম ভবনের জারি করা লেটেস্ট আপডেট বলছে, ‘উত্তর পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব অংশে। এর ফলে একাধিক অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাত হবে পশ্চিমবঙ্গ এবং সিকিমেও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ মারাঠাওয়ারা এবং সংলগ্ন পশ্চিম বিদর্ভতে। দক্ষিণ ছত্তিশগড় থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। কর্নাটকেও এর জেরে বৃষ্টিপাত হতে পারে। মহারাষ্ট্র, যা এই মুহূর্তে তাপপ্রবাহে পুড়ছে এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির মুখ দেখতে চলেছে। হালকা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে সেখানে।বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তামিলনাড়ুতেও। দিল্লিতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ।

Latest articles

Related articles

spot_img