জ্যাস-পর্ণা অতীত, শুরুতেই ছক্কা হাঁকালো উড়ান-রোশনাই! চমকে দিচ্ছে লেটেস্ট TRP তালিকা

ষ্টার জলসা হোক বা জি বাংলা দুই চ্যানেলের মাঝে চলছে জব্বর টক্কর। টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি এর লড়াইয়ে এগিয়ে থাকতে এক সে এক ধামাকা পর্ব চলছে দুই চ্যানেলেই। একদিকে যেমন রোহিত স্যারের কলঙ্ক মুছে দিল ‘ফুলকি’ । অন্যদিকে হাসপাতালে সুস্থ হতেই দেখা গিয়েছে গীতা ও স্বস্তিকের রোমান্টিক মুহূর্ত। এছাড়াও দুটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে দুই চ্যানেলে। তাহলে শেষ পর্যন্ত সেরা হল কি? উত্তর মিলবে এই প্রতিবেদনেই।

ইতিমধ্যেই এসপ্তাহের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’, এসপ্তাহে ৬.৮ পয়েন্ট সহ বেঙ্গল টপার হয়েছে রোহিত-ফুলকি জুটি। একটুর জন্য প্রথমস্থান মিস করে ৬.৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৃজন-পর্ণার কাহিনী ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। আর তৃতীয় স্থানে আছে স্বস্তিক-গীতা জুটি অর্থাৎ ‘গীতা LLB’ (Geeta LLB), প্রাপ্ত পয়েন্ট ৬.৬।

এরপর চতুর্থ স্থানে একসাথেই রয়েছে কথা ও কোন গোপনে মন ভেসেছে। দুজনেই এসপ্তাহে ৬.৪ পয়েন্ট পেয়েছে। তার ঠিক পরেই ৬.২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। জগদ্ধাত্রী। তবে নতুন দুই সিরিয়ালের দুজনেই সেরা দশের তালিকায় নাম তুলে ফেলেছে। কারা হল সেরা দশ? চলুন দেখা নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

ফুলকি – ৬.৮
নিম ফুলের মধু – ৬.৭
গীতা LLB – ৬.৬
কথা, কোন গোপনে মন ভেসেছে – ৬.৪
জগদ্ধাত্রী – ৬.২

অনুরাগের ছোঁয়া – ৫.৪
উড়ান – ৫.০
বঁধুয়া, জল থই থই ভালোবাসা – ৪.৯
রোশনাই – ৪.৮
মিঠিঝোরা, আলোর কোলে – ৪.৫

টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে যে শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে প্রতীক সেন ও রত্নপ্রিয়ার জুটি। সেই কারণেই ‘উড়ান’ ধারাবাহিক রয়েছে সপ্তম স্থানে। অন্যদিকে ‘রোশনাই’ ধারাবাহিকটিও নবম স্থানে আছে। তবে সার্বিকভাবে দেখতে গেলে সিরিয়ালের টিআরপি কিছুটা কমই আছে। এর কারণ হল সম্প্রতি শুরু হওয়া টি ২০ ওয়ার্ল্ডকাপ।

Latest articles

Related articles

spot_img