ওলট পালট টিআরপি! আবার একবার টিআরপি টপার জগদ্ধাত্রী! তবে এবার লীনা অপরাজিতার যুগলবন্দীকে হারালো স্বীকৃতি কৌশিক!

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। এবং সেই জায়গায় শেষ হচ্ছে একাধিক পুরনো ধারাবাহিক। তবে বর্তমানে পুরনো ধারাবাহিক বলতে কয়েক মাস অথবা এক বছরই চলে এমন ধারাবাহিকগুলিকে বোঝায়। কারণ এমন খুব কমই ধারাবাহিক রয়েছে যা বহুদিন ধরে টিভির পর্দায় চলতে পারে। আর তার মূল কারণ হলো টিআরপি তালিকা।

টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারলে সেই ধারাবাহিককে চ্যানেল কর্তৃপক্ষ বেশি দিন টেনে নিয়ে যায় না। যা দর্শক মহলও ভালোভাবে জেনে গেছেন। তাই প্রত্যেক বৃহস্পতিবার টিআরপি তালিকার জন্য রীতিমতো মুখিয়ে থাকে দর্শকমহল। তাদের প্রিয় ধারাবাহিক ঠিক কতটা টিআরপি তালিকায় ভালো ফলাফল করলো তা দেখার জন্য রীতিমত উদবেগ থাকে দর্শকদের।

বর্তমানে বাংলা টেলিভিশনে যে ধারাবাহিকগুলি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু, গীতা এলএলবি, কার কাছে কই মনের কথা প্রভৃতি। তার সঙ্গে বেশ কিছু নতুন ধারাবাহিক রয়েছে যা একেবারে প্রথম থেকেই দর্শকদের মনে ধরে গেছে।

বেশ কয়েক মাস ধরে স্টার জলসার পুরোনো ধারাবাহিক অনুরাগের ছোঁয়া একচেটিয়া স্লট লিড করার সাথে সাথে বেঙ্গল টপার হয়েছে। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিককে দর্শক আর একই পরিমাণ জনপ্রিয়তা দিচ্ছে না। তাই সম্প্রতি সময়ে জি বাংলার একাধিক ধারাবাহিক দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছে।

এবার আশা যাক এই সপ্তাহের টিআরপি তালিকা এবং জনপ্রিয় ধারাবাহিকগুলির কথায়। দীর্ঘ কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী সকলকে পিছিয়ে ফেলে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি এবং পঞ্চম স্থানে কোন গোপনে মন ভেসেছে। তবে একটা আশ্চর্য ব্যাপার হল জল থই থই ভালোবাসাকে পিছিয়ে ফেলেছে আলোর কোলে।

1st •• জগদ্ধাত্রী ৯.০
2nd •• নিম ফুলের মধু ৮.৬
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা LLB ৭.৬
5th •• কোন গোপনে ৭.৫

Trending
আলোর কোলে – ৫.৬
জল থৈথৈ – ৫.৪

Latest articles

Related articles

spot_img