ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামার আগে বড় ধাক্কা আফগানিস্তান শিবিরে। তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন রশিদ খান। বুধবার তাঁর ছিটকে যাওয়ার খবর জানানো হয়। পিঠের অস্ত্রোপচারের জন্য আরব আমিরশাহিতে টি-২০ সিরিজে খেলতে পারেননি। একই কারণে বিগ ব্যাশ লিগেও খেলতে পারেননি। তবুও শেষ মিনিট পর্যন্ত রশিদের জন্য অপেক্ষা করা হয়।
এদিন আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান বলেন, “রশিদ সম্পূর্ণ ফিট নয়। তবে ও দলের সঙ্গেই থাকছে। আপাতত রিহ্যাব করছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা ওকে এই সিরিজে মিস করব। ওর অনুপস্থিতি অবশ্যই আমাদের কিছুটা ভোগাবে। তবে আমাদের দলে আরও ভাল স্পিনার আছে। মুজিব, নবি, নুররা আছে। ওদের অভিজ্ঞতাও কম নয়। ওদের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।” রশিদ না থাকায় কোনও সমস্যা হবে না বলেই দাবি আফগান নেতার।