সহধর্মিনীর হাতে হাতে , চোখে জল! মেয়ের মুখে ‘আব্বা’ ডাক শুনে কেঁদেউঠলেন শাহজাহান!

সন্দেশখালি মামলায় পুলিশ, সিআইডি,রেশন দুর্নীতি মামলায় তার বাড়িতে গিয়েই আক্রান্ত হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন সন্দেশখালির বাঘ। নিজের এলাকায় লুকিয়ে থাকলেও পরিবারের সাথে দেখা করার সুযোগ হয়নি। আর তারপর ফেব্রুয়ারী মাসে গ্রেফতারির পর থেকে পরিবারের সঙ্গে আর সেভাবে সাক্ষাৎ হয়নি। এদিন বসিরহাট আদালত থেকে আলিপুর প্রেসিডেন্সি জেলে যাওয়া সময় পরিবারকে দেখে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহানের চোখে জল। এ যেন অন্য শাহজাহান।

সিবিআই এর হেফাজতে আসার পর থেকেই শাহজাহানের শারীরিক অসুস্থথা অবনতির দিকে যায় ।এ বার পরিবারের লোকেদের দেখে কেঁদেই ভাসালেন এই ‘দাপুটে’ নেতা। প্রিজ়ন ভ্যানে বসে মেয়ের ‘আব্বা’ ডাক এবং স্ত্রীর কান্না শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি শাহজাহান। চোখের কোণায় জমে এল জল।
মুখ ঘুরিয়ে আঙুল দিয়ে নিজের কান্না মুছে মুখে রুমাল চাপা দিলেন সন্দেশখালির বাঘ।

এদিন কোর্টের কাজ শেষে শাহজাহানকে ফের প্রিজ়ন ভ্যানে তোলা হচ্ছে, কিছুটা দূর থেকে ‘আব্বু’ বলে ডাক শুলে ফিরে তাকান শাহজাহান। মেয়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে মুখ ফিরিয়ে নিলেন সাসপেনডেড তৃণমূল নেতা। ওদিকে প্রিজ়ন ভ্যানের জানলার পাশে দাঁড়িয়ে শাহাজাহানের স্ত্রী তসলিমা বিবি। তাকে দেখে বললেন, ‘‘নিজের খেয়াল রাখবে।’’ চোখের সামনে স্ত্রীকে কাঁদতে দেখে শাহজাহানের চোখেও তখন জল। ‘আল্লার কাছে দোয়া কোরো’ বলে মুখ ঘুরিয়ে নিলেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা। প্রসঙ্গত, জানুয়ারি মাসে ইডি আধিকারিকদের মারধোরের অভিযোগে শাহজাহান সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। জেল হেফাজতের মেয়াদ শেষে এদিন বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১২ জনকেই ফের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Latest articles

Related articles

spot_img