সৌর্যর কথা শুনে অবাক সুচিস্মিতা! স্যারের সাথে স্রোতের ছবি তুলে নিলো প্রিয়াঙ্কা!

যে যাই করুক না কেনো বর্তমানে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের নায়িকা রাইয়ের মা এবং দাদার কাছে সব কিছুর জন্য দায়ী রাই। এই বিষয়টি দর্শকদেরও বেশ ক্ষুব্ধ করছে। এই মুহূর্তে জি বাংলার পর্দায় বেশ জমে উঠেছে এই অপেক্ষাকৃত নতুন ধারাবাহিক। ধীরে ধীরে বাড়ছে ধারাবাহিকের টিআরপি। এই ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের জন্মদিনের সন্ধ্যেটা ভালো ভাবে কাটালেও ধারাবাহিকের নায়িকা রাইয়ের রাতটা হয়ে ওঠে মানসিক যন্ত্রণাময়। সমস্ত খারাপ কিছুর জন্য তার মা এবং দাদা রাইকেই দোষারোপ করে। চরিত্রহীন থেকে শুরু করে সবকিছুই শুনতে হয় তাকে। এমনকি নিজের মায়ের মুখ থেকে মৃত্যু কামনা পর্যন্ত শুনতে হয় তাকে। তবু হেরে না গিয়ে পরের দিন সে আবার উঠে দাঁড়ায়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়ি ফিরেই সৌর্য আলমারি থেকে নিলুর জামাকাপড় বার করে ব্যাগে ভর্তি থাকে। নিলু যতবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে সে কিছুতেই শুনতে চায় না। সুচিস্মিতা এসে চেষ্টা করে নিজের ছেলেকে শান্ত করার কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না। সৌর্য তার মাকে বলে, রাই অনির্বাণদার সাথে সম্পর্কে জড়িয়েছে। যেটা শুনে রীতিমত অবাক হয়ে যায় তার মা। সৌর্য আরো বলে, ওই বাড়ির মেয়েদের সাথে থাকা যায় না। তার ভালো থাকার অধিকার আছে তাই সে আর কোনো বোঝা বয়ে বাড়াতে পারবে না।

পরের দিন সকাল হতেই নিলু নিজের ব্যাগ গুছিয়ে একবার সবটা পরীক্ষা করে দেখে নিতে বলে ডোরা আর সুচিস্মিতাকে। সৌর্য নিলুকে তার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার কথা বললে নিলু বলে এত সৌজন্য না দেখালেও চলবে সে একটা ট্যাক্সি ধরে বাড়ি চলে যেতে পারবে। আর এদিকে রাই তৈরি হয়ে যায় অফিসে যাওয়ার জন্য। এই বিষয়টাকে মোটেও ভালোভাবে নেয় না তার মা। কিন্তু রাই তাতে বিশেষ কর্ণপাত করে না।

অন্যদিকে প্রিয়াঙ্কা যখন দেখে সার্থক তার স্রোতের মাথায় জলপট্টি দিচ্ছে তখন সে তাড়াতাড়ি স্যারের সাথে স্রোতের একটা ছবি তুলে নেয়। পরের দিন সকাল হতেই এই নিয়ে নানা রকম কথা শোনাতে থাকে স্রোতকে। এরপর প্রিয়াঙ্কা যখন সেই ছবিটা স্রোতকে দেখায় তখন স্রোত রীতিমতো অবাক হয়ে যায়। সে বুঝতেও পারেনা যে এটা কখন ঘটলো কারণ সে ভেবেছিল কিঞ্জল তার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। ঠিক তখনই সেখানে চলে আসে সার্থক স্যার।

Latest articles

Related articles

spot_img