শতাব্দীর সেরা সিনেমা! Jawan সুপারহিট হওয়ার পেছনে রয়েছে এই ৫ টি কারণ

পাঠান ছবিটি হাজার কোটি টাকার গণ্ডি পেরোনোতে আগেই ইতিহাস গড়ে ফেলেছিলেন শাহরুখ খান । আর এবার তার জওয়ান ছবিটি হাজারের গণ্ডি পেরিয়ে যাবে এমনটাই অনুমান করছেন দর্শকরা। মুক্তি প্রথম দিনই ৭৫ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি। আন্তর্জাতিক বাজারে সংখ্যাটা ১৫০ কোটি ছাড়িয়েছে। জওয়ান হিট হওয়ার পেছনে রয়েছে কোন কোন কারণ ? দেখে নিন এক নজরে।

ছবির কাস্টিং ‍: ছবি হিট হওয়ার পেছনে কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে শাহরুখ খান আছেন। এছাড়া দক্ষিণের দর্শকদের টানার জন্য দক্ষিণী সুপারস্টাররাও রয়েছেন। বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামনি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তরাও নজর কেড়েছেন এই ছবিতে।

JAWAN

ছবির গল্প : প্রায় ২ ঘণ্টা ৪৬ মিনিটের এই সিনেমার গল্পের বুনন এতটাই জমাট যে এক মুহূর্তের জন্যও দর্শকদের একঘেয়েমি লাগবে না। একের পর এক দৃশ্য, একের পর এক গল্প, নতুন নতুন টুইস্ট ছবি থেকে চোখ সরাতে দেবে না।

শাহরুখের একাধিক অবতার : ছবিতে শাহরুখ খানকে ১১ টি অবতারে দেখা গিয়েছে। একসঙ্গে এতগুলো অবতারে অন্য কোনও ছবিতে শাহরুখকে দেখা যায়নি। ছবিতে শাহরুখের ডবল রোল তো ছিলই, সেই সঙ্গে মেকআপ করে আলাদা আলাদা প্রেক্ষাপটে আলাদাভাবে ক্যামেরার সামনে তুলে ধরা হয়েছে শাহরুখকে।

JAWAN

ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক : ছবির প্রত্যেকটি দৃশ্যের সঙ্গে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সামঞ্জস্য থিয়েটারে এই ছবিটি দেখতে দর্শককে উদ্বুদ্ধ করবে। ছবি মুক্তির আগে ছবির গানগুলো সেভাবে নজর কাড়তে পারেনি। সেই ব্যর্থতা গীতিকার অনিরুদ্ধ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পুষিয়ে দিয়েছেন।

সামাজিক বার্তা : ছবিতে শাহরুখ খানকে অনেক জায়গায় রবিনহুডের মত অবতারে দেখানো হয়েছে। সমাজ এবং রাজনৈতিক অরাজকতার বিরুদ্ধে তার লড়াই। এই ছবি সাধারণ মানুষের কথা বলে। সমাজ এবং রাজনীতির কালো দিক তুলে ধরে। ছবিটি দেখার পর শাহরুখের দেওয়া বার্তা আপনাকে ভাবাবে।

Latest articles

Related articles

spot_img